ফেসবুকে প্রেম করে ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন

আগের সংবাদ

দাম নির্ধারণের তোয়াক্কা নেই : সরকারের বেঁধে দেয়া দামে বিক্রি হচ্ছে না তিন পণ্য. ভোক্তা অধিদপ্তরের অভিযানে জরিমানা

পরের সংবাদ

তথ্য সরবরাহে অবহেলা : ইউএনওসহ ছয় কর্মকর্তাকে সতর্ক করল তথ্য কমিশন

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

তথ্য সরবরাহে বিলম্ব ও অবহেলার জন্য একজন উপজেলা নির্বাহী অফিসার, দুইজন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, একজন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, একজন পৌরসভার সচিব এবং একজন ইউনিয়ন পরিষদের সচিবকে সতর্ক করেছে তথ্য কমিশন। গত বুধবার প্রধান তথ্য কমিশনার ডক্টর আবদুল মালেক, তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক এবং তথ্য কমিশনার মাসুদা ভাট্টি তথ্য অধিকার আইন অনুযায়ী শুনানি গ্রহণ করে এই আদেশ দেন। বিজ্ঞপ্তি
তথ্য কমিশনে শুনানিতে প্রমাণিত হয় খুলনার ডুমুরিয়ার উপজেলা নির্বাহী অফিসার, রাজশাহীর পবার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, রাজশাহীর বাগমারার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, রাজশাহীর চারঘাটের উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, রাজশাহীর কাটাখালী পৌরসভার সচিব এবং রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদের সচিব তথ্য অধিকার আইনে আবেদনকারীর প্রার্থিত তথ্য প্রদানে বিলম্ব ও অবহেলা করেছেন। দোষী সাব্যস্ত হওয়ায় তাদের সতর্ক করা হয়।
তথ্য কমিশনে গতকাল ১২টি অভিযোগের শুনানি করে ৮টি অভিযোগের নিষ্পত্তি করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়