সংসদে বিল পাস : মিথ্যা দলিল তৈরি ও জাল স্বাক্ষরে ৭ বছর কারাদণ্ড

আগের সংবাদ

বাজার নিয়ন্ত্রণে হিমশিম > ডিম, আলু ও পেঁয়াজের দাম বেঁধে দিল সরকার > ফল না পেলে আমদানি : বাণিজ্যমন্ত্রী

পরের সংবাদ

বানরের অভয়ারণ্য ঢাকা কলেজ ক্যাম্পাস

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

রাজধানীর অন্যতম ঐতিহ্যবাহী কলেজ, ঢাকা কলেজ। ঢাকা কলেজের মূল ফটক দিয়ে ভেতরে এলে এর প্রকৃতির প্রেমে পড়বে না এমন কেউ নেই। প্রাচীনকাল থেকেই যেমন কলেজটি শিক্ষার মান ধরে রেখেছে তেমনি এর মূল আকর্ষণ ঢাকা কলেজের বানর। পৃথিবীতে যেখানে প্রাণিকুলকে টিকিয়ে রাখা খুব কষ্টসাধ্য, সেখানে ঢাকা কলেজে উন্মুক্ত অবস্থায় স্বাচ্ছন্দ্যে বেড়ে উঠছে কয়েক শতাধিক বানর। এক গাছ থেকে আরেক গাছে, হলের বারান্দায়, দাপিয়ে বেড়ায় পুরো কলেজ ক্যাম্পাস। হলের ছাত্রদের মূল প্রতিবেশী যেন এরাই। বাইরে থেকেও অনেক পশুপ্রেমী দর্শনার্থী এর সৌন্দর্যের উপভোগ করতে আসেন। বানর ও কুকুরের খুনসুটি মারামারিতে মেতে উঠেন সবাই। মাঝেমধ্যে কলা, বাদাম বিভিন্ন ধরনের ফল ও রুটিসহ বিভিন্ন খাবার দিয়ে খেলার আনন্দে মেতে উঠেন ছাত্র ও দর্শনার্থীরা। এতে মানুষ ও বানরদের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুসুলভ আচরণ তৈরি হয়েছে। অনেকেই আবার এদের সঙ্গে ছবি ও ভিডিও করে নিয়ে যায়। এরা কারো ক্ষতি করেছে বলে এখনো জানা যায়নি। তবে ক্যাম্পাসের ভেতরে দোকানদাররা এদের অত্যাচারে অতিষ্ঠ। তারা বলেন, বানরগুলোর জন্য তারা বাইরে কোনো খাবারের প্যাকেট বা ফলমূল ঝুলিয়ে রাখতে পারেন না। কলা ঝুলিয়ে রাখলে তারা হামলা দিয়ে নিয়ে যায়। এজন্য তাদের খুব সতর্কতা অবলম্বন করতে হয়। এই বানরগুলো সাধারণত পিলখানা থেকে আসে। ক্যাম্পাসের মধ্যে প্রচুর গাছপালা থাকায় এবং কেউ বিরক্ত না করায় এরা এখানে থাকতে নিরাপদ মনে করে। বানরগুলো যেমন কলেজের সৌন্দর্য বৃদ্ধি করছে তেমনি প্রাকৃতিক ভারসাম্যও রক্ষা করছে। ঢাকা কলেজ যেন বানরের এক আস্থার স্থান। এভাবেই ঢাকা কলেজের সৌন্দর্য আরো বৃদ্ধি পায়।

সজীব কুমার রায় : শিক্ষার্থী, ঢাকা কলেজ।
[email protected]

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়