‘রাজাকারদের জনসংখ্যা বেড়েছে’

আগের সংবাদ

চাপ কমলেও সতর্ক থাকবে আ.লীগ

পরের সংবাদ

শিক্ষার্থীদের মধ্যে সাইকেল ও ব্যাগ বিতরণ : পীরগাছা এএফ বালিকা উচ্চ বিদ্যালয়

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বগুড়া প্রতিনিধি : বগুড়ার পীরগাছা এএফ বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল ও স্কুল ব্যাগ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন জেলা প্রশাসকের পতœœী লাকী আক্তার। এ উপলক্ষে বিদ্যালয় হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজিত সভায় লাকী আক্তার প্রধান অতিথির বক্তব্য রাখেন।
বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার ফিরোজা পারভীনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যানের পতœী ও জেলা পরিষদের সদস্য মাহফুজা খানম লিপি, উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) পতœী ডা. তাসনিম আলম মুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডালিয়া খাতুন রিক্তা। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহবুব মোর্শেদ, স্থানীয় লাহিড়ীপাড়া ইউপি চেয়ারম্যান ইঞ্জি. আপেল মাহমুদ। প্রমুখ। অনুষ্ঠানে স্কুল ব্যাগ ছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের ৩১ জন শিক্ষার্থীকে বাইসাইকেল দেয়া হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়