কাছেই ছিল বাবা-মা : হাতিরঝিলে ঝাঁপ দিয়ে কিশোরীর আত্মহত্যা

আগের সংবাদ

উত্তাপ উদ্বেগ অনিশ্চয়তা : বিএনপির মহাসমাবেশ ঘিরে সতর্ক সরকার, পাল্টা কর্মসূচি যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের

পরের সংবাদ

একই ভুলে বারবার হতাশ জাবেউর

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুলাই ২৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

ফাইনালের ‘অভিশাপ’ কাটছেই না তিউনিসিয়ান টেনিস তারকা ওনস জাবেউরের। টানা তিনটি গø্যান্ডস্লামের ফাইনালে পৌঁছে তিনবারই হারলেন তিনি। অন্যদিকে কবজির ইনজুরি নিয়ে গত মৌসুমের প্রায় অর্ধেক সময় মাঠের বাইরে থাকা মার্কেটা ভন্দ্রোসোভা উইম্বলডনের ফাইনাল জিতে পেলেন প্রথম শিরোপার স্বাদ। উইম্বলডনে ওপেন যুগে এই প্রথম কোনো অবাছাই হিসেবে ট্রফি জিতলেন তিনি। ২০১০ সালে টেনিস ক্যারিয়ার শুরু করা জাবেউর ২০২০ সালের উইম্বলডন ও ইউএস ওপেনের ফাইনাল খেলেছিলেন। কিন্তু শিরোপা উঁচিয়ে উৎসব করতে পারেননি এই তারকা। টেনিসের সর্বোচ্চ মর্যাদার টুর্নামেন্ট উইম্বলডন চ্যাম্পিয়নশিপ। সদ্য শেষ হওয়া এই টুর্নামেন্টে টানা দ্বিতীয়বার ফাইনালে ওঠা জাবেউর এবারও ফাইনালে উঠেছিলেন বেশ দাপটের সঙ্গে। এবারের টুর্নামেন্টের ফাইনালে ওঠার পথে জাবেউর হারিয়েছেন সেমিতে আরিনা সাবালেঙ্কা, কোয়ার্টারে এরিনা রিবাকিনা, শেষ ষোলোয় পেত্রা কেভিটোভার মতো তারকাকে। ধারণা করা হচ্ছিল, আফ্রিকান এই তারকার হাতে উঠতে পারে এবারের উইম্বলডন। কিন্তু ভন্দ্রোসোভার সামনে ফাইনালে দাঁড়াতেই পারেননি তিনি। ফাইনালে এসে তৃতীয়বারের মতো স্বপ্নভঙ্গ হলো ২৯ বছর বয়সি জাবেউরের। দুই উইম্বলডন ফাইনালের মাঝে একটি ইউএস ওপেন নারী একক ফাইনালও খেলেছেন জাবেউর। টানা দুটি উইম্বলডন ফাইনালে একই কারণে হতাশ হতে হয়েছে এই টেনিস তারকাকে। ফাইনাল ম্যাচে মূলত আনফোর্সড এররের (অনিচ্ছাকৃত ভুল) কারণে প্রতিপক্ষের কাছে পাত্তাই পাননি এই তিউনিসিয়ান তারকা। গত বছর ঘাসের কোর্টে প্রথম ফাইনালে হারার পর ইউএস ওপেনের ফাইনালেও উঠেছিলেন জাবেউর। কিন্তু সেখানেও ট্রফি জেতা হয়নি। অর্থাৎ সব মিলিয়ে তিনবার ফাইনালে উঠেও কোনো গ্র্যান্ডস্লাম জিততে পারলেন না তিনি। টেনিস বিশেষজ্ঞরা তাই এরই মধ্যে ‘চোকার’ তকমা দেয়া শুরু করেছেন তাকে। ক্রিকেটের মাঠে যেমনটা বলা হয় দক্ষিণ আফ্রিকাকে। চোকার বলতে তীরে এসে তরী ডোবানো বা বিশেষ মুহূর্তে ভেঙে পড়ার অভ্যাসকে বোঝানো হয়।
: রিফা বিনতে ইসলাম

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়