সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করে বিপাকে ভুক্তভোগীরা

আগের সংবাদ

উন্নয়ন ও প্রত্যাশায় ফারাক অনেক : ক্লিন সিটি খ্যাত রাজশাহীর মানুষ অনেক সেবা পান না

পরের সংবাদ

মেসিদের কাছে পাত্তা পেল না অস্ট্রেলিয়া

প্রকাশিত: জুন ১৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : চীনের বেইজিংয়ে ওয়ার্কার্স স্টেডিয়ামে গতকাল ফিফা উইন্ডোর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচের শুরুতেই লিওনেল মেসির দ্রুততম গোলের পর দ্বিতীয়ার্ধে পেজেলার গোলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লিওনেল স্কালোনির শিষ্যরা। কাতার বিশ্বকাপের পর এ নিয়ে টানা তিন ম্যাচে জয়ের দেখা পেল আলবিসেলেস্তেরা।
ম্যাচের শুরু থেকেই বল দখলে নিয়ে আক্রমণ শুরু করে আর্জেন্টিনা। যার ফলে ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় তারা। খেলা শুরু হওয়া ৮০ সেকেন্ডেই গোল করে দলকে লিড এনে দেন লিওনেল মেসি। অস্ট্রেলিয়ার ডিফেন্ডারদের পেছনে ফেলে বল নিয়ে বক্সের কাছাকাছি থেকে মেসিকে পাস দেন এনজো ফার্নান্দেজ। বল পেয়ে ডি বক্সের বাইরে থেকে নেয়া মেসির বাম পায়ের জোড়ালে শট জড়ায় প্রতিপক্ষের জালে। আর্জেন্টাইন এই মহাতারকা তার দীর্ঘ ফুটবল ক্যারিয়ারে ৮০০-এরও বেশি গোল করেছেন। তবে তার মধ্যে একটি গোলও তিনি ২ মিনিটের মধ্যে করেননি। গতকাল তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যারিয়ারের দ্রুততম গোল করার রেকর্ড গড়েন।
এক গোলে লিড নেয়ার পর আরো আক্রমণাত্মক হয়ে উঠে লিওনেল মেসির দল। তারা ম্যাচের ৫৯ শতাংশ সময় বল দখলে রেখে একের পর এক আক্রমণ চালাতে থাকে। আরেকদিক বল দখলের লড়াইয়ে হারা অস্ট্রেলিয়া প্রথমেই এক গোল হজম করে কোণঠাসা হয়ে পড়ে। ম্যাচের ১৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ আসে আর্জেন্টাইনদের হাতে। ডি পল বল উড়িয়ে পাঠান ডি বক্সের ভেতর। তবে ম্যাক অ্যালিস্টার সময়মতো বলে শট করতে না পারায় সুযোগটি হাতছাড়া করে আর্জেন্টিনা। ম্যাচের ২৮তম মিনিটে বল দখলের চেষ্টায় সফল হয় অস্ট্রেলিয়া ফুটবল দল। বল পেয়েই অস্ট্রেলিয়ার আক্রমণভাগের খেলোয়াড়রা মেসিদের ডি বক্সে হানা দেয়। বক্স খালি থাকায় ডিউক সরাসরি আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের মুখোমুখি হন। ডিউকের নেয়া শট ডাইভ দিয়ে আটকে নিজেদের জাল রক্ষা করেন মার্টিনেজ। এরপর ৩৬ মিনিটে নিজের দ্বিতীয় গোলের সুযোগ পান মেসি। তিনি বল নিয়ে দুর্দান্ত গতিতে অস্ট্রেলিয়ার গোলপোস্টের দিকে এগিয়ে যান। তবে ডি বক্সে ঢুকার আগেই তাকে ঘিরে ধরে অস্ট্রেলিয়ার রক্ষণভাগের খেলোয়াড়রা। আক্রমণের গতি থাকলেও মেসি গোলপোস্ট পর্যন্ত বল পৌঁছাতে পারেননি। একের পর এক আক্রমণ চালিয়ে শেষ পর্যন্ত ১-০ গোলে লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে আর্জেন্টিনা।
বিরতির পর খেলা মাঠে গড়ালে দেখা যায় প্রথমার্ধের পূণরাবৃত্তি। দ্বিতীয়ার্ধের শুরু থেকে প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকে কোণঠাসা করে রাখে আর্জেন্টাইনরা। তখন তাদের খেলা গড়ায় মাঝমাঠে। বল দখলে রেখে তারা রক্ষণধর্মী মেজাজে খেলতে থাকে। তবে সুযোগ পেলে মাঝে মাঝেই আক্রমণে যাচ্ছিলেন মেসি-ডি মারিয়ারা। একাধিক সুযোগ পেয়েও তারা অস্ট্রেলিয়ার কঠিন রক্ষণভাগ ভেঙে গোল করতে পারছিলেন না। একের পর এক আক্রমণ করে ৬৮তম মিনিটে আর্জেন্টিনার স্কোরবোর্ডে দ্বিতীয় গোল যোগ করেন জার্মান পেজেলা। তার গোলে আর্জেন্টিনার জয় প্রায় নিশ্চিত হয়ে যায়। ম্যাচের নির্ধারিত সময় শেষ হওয়া পর্যন্ত আর্জেন্টাইন খেলোয়াড়রা অস্ট্রেলিয়ার গোলপোস্টে ১১টি শট নেন যার মধ্যে টার্গেটে ছিল ৫টি। অন্যদিকে অস্ট্রেলিয়ার আক্রমণভাগ ৭টি শট নিলেও তাদের মাত্র একটি শট ছিল লক্ষ্য বরাবর। নির্ধারিত সময় শেষে মেসি-পেজেলার গোলে ২-০ ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা।
চীন সফর সফলভাবে শেষ করার পর এবার ইন্দোনেশিয়ার উদ্দেশে উড়াল দেবে কাতার বিশ্বকাপে ৩৬ বছরের অপেক্ষা শেষ করে বিশ্বকাপ ঘরে তোলা আর্জেন্টিনা। সেখানে আগামী ১৯ জুন গেলোরা বুং স্টেডিয়ামে স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে মুখোমুখি হবে তারা। সেই ম্যাচে অবশ্য মাঠে নামবেন না আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপ জেতার পর থেকে আর্জেন্টিনার প্রতিটি আন্তর্জাতিক ম্যাচই যেন কোনো না কোনো উৎসবের উপলক্ষ। লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সের বিপক্ষে সেই অবিশ্বাস্য ফাইনালের পর আর্জেন্টিনা জার্সিতে ‘তিন তারকা’ নিয়ে প্রথম মাঠে নেমেছিল গত মার্চে। কুরাসাও আর পানামার বিপক্ষে ম্যাচ দুটি ছিল আর্জেন্টিনার মাটিতে অনেকটাই বিশ্বকাপ জয়ের প্রীতি সম্মিলন। মাঠের খেলার দিকে দর্শকদের যতটা না নজর ছিল, তার চেয়ে অনেক বেশি ছিল উৎসবের দিকে। দর্শকেরা নেচে-গেয়ে, উৎসব করে ঘরের মাঠে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনাকে জানিয়েছিলেন সংবর্ধনা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়