সংসদে বিল উত্থাপন : আমানত সুরক্ষা ট্রাস্ট তহবিল গঠন করবে বাংলাদেশ ব্যাংক

আগের সংবাদ

খুলনা-বরিশালে ‘উন্নয়ন’ ম্যাজিক : খুলনার উন্নয়ন ভাবনা ও ব্যক্তি ইমেজেই খালেকের বাজিমাত

পরের সংবাদ

মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের বড় জয় : নারী ইমার্জিং এশিয়া কাপ

প্রকাশিত: জুন ১৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : নারী ইমার্জিং এশিয়া কাপের উদ্বোধনী দিনে গতকাল মালয়েশিয়ার মুখোমুখি হয় বাংলাদেশ নারী ‘এ’ দল। দুর্বল প্রতিপক্ষ মালয়েশিয়ার বিপক্ষে তারা ৯৭ রানের বড় জয়ে টুর্নামেন্ট শুরু করে। ব্যাট হাতে ৫৭ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা খেলোয়াড় হয়েছেন মিডল অর্ডার ব্যাটার মুর্শিদা খাতুন। আগামীকাল শ্রীলঙ্কা নারী ‘এ’ দলের বিপক্ষে তারা টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে।
হংকংয়ের মং ককে গতকাল টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লাল সবুজের প্রতিনিধিদের অধিনায়ক লতা মণ্ডল। বাংলাদেশের হয়ে ওপেনিং করেন উইকেটরক্ষক ব্যাটার সঙ্গী রানা ও রুবাইয়া হায়দার। দুই ওপেনারের ব্যর্থতায় বাজে একটা শুরু পায় বাংলাদেশ নারী ‘এ’ দল। তাই প্রথমেই হারের শঙ্কায় পড়ে লতা মণ্ডলরা। মালয়েশিয়ার মাহিরা ইসমাইলের করা চতুর্থ ওভারের প্রথম বলেই ইয়ুসরিনা ইয়াকুপের হাতে ক্যাচ তুলে বিদায় নেন রুবাইয়া। তিনি ১০ বলে ১০ রান করার পথে একটি বাউন্ডারি হাঁকান। এরপর একই ওভারের শেষ বলে নুর আরিয়ানার হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন আরেক ওপেনার সাথি রানা। তিনি ১১ বলে ১১ রান করে সাজঘরের পথ ধরেন। দুই ওপেনারের বিদায়ে প্রথমেই চাপে পড়ে বাংলাদেশ। তৃতীয় উইকেট জুটিতে সোবহানা মুশতারি ও অধিনায়ক লতা মণ্ডল দলের হাল ধরার চেষ্টা করতে গিয়ে তারাও ব্যর্থ হন। টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা হওয়াতে তাদের মধ্যে দ্রুত দলীয় রান বাড়ানোর প্রবণতা দেখা যায়। দ্রুত রান বাড়াতে গিয়ে সপ্তম ওভারে বিদায় নেন ৮ বলে ৬ রানের ইনিংস খেলা লতা। এরপর সোবহানাকে সঙ্গ দিয়ে চতুর্থ উইকেট জুটি গড়েন মুর্শিদা খাতুন। দানিয়া স্যুহাদার করা দশম ওভারে সাজঘরে ফিরে যান টপ অর্ডার ব্যাটার সোবহানা। তিনি ১৭ বলে ১৪ রানের ইনিংস খেলে ওয়ান জুলিয়ার হাতে ধরা পড়ে আউট হন। তার আউটের মধ্য দিয়ে বাংলাদেশের পরাজয় প্রায় নিশ্চিত হয়ে যায়। তখনই দলের ত্রাতা হয়ে উঠে মুর্শিদা স্বর্ণা আক্তারের জুটি। মুর্শিদা খাতুন নিজের অবস্থান শক্ত করে নির্ভয়ে ব্যাট চালাতে শুরু করেন। আরেক দিকে স্বর্ণা আক্তার মাঠে আসার পরই মারমুখী ব্যাটিং দিয়ে বাংলাদেশের রানের গতি বাড়ান। তিনি ১৪তম ওভারে আউট হলেও তার করা ১৪২ দশমিক ৮৬ স্ট্রাইক রেটের ব্যাটিং বাংলাদেশ লড়াকু একটা সংগ্রহ গড়তে অনেকটা সহায়তা করে। সাজঘরে ফেরার আগে স্বর্ণা বাংলাদেশের স্কোরবোর্ডে ১৪ বলে ২০ রান যোগ করেন। তার ইনিংস সাজানো ছিল ২টি বাউন্ডারি এবং একটি ছক্কায়। এরপর নাহিদা আউট হন ৬ বলে তিন রান করে। মুর্শিদাকে শেষ বল পর্যন্ত সঙ্গ দেন ১৪ বলে ১৫ রানের অপরাজিত ইনিংস খেলা রাবেয়া খান। একদিকে ব্যাটারদের বিদায় মিছিল চললেও অপরদিকে শক্ত অবস্থানে দলের হাল ধরার কাজটা ভালোভাবেই পালন করেন গতকালের ম্যাচসেরা খেলোয়াড় মুর্শিদা খাতুন। প্রথমে রক্ষণাত্মক খেলে তিনি নিজের অবস্থান শক্ত করে নেন। এরপর তিনি সুযোগ পেলে বাউন্ডারি হাঁকাতে শুরু করেন। বল বাউন্ডারির বাইরে মারার ঝুঁকি তিনি একবারো নেননি। বাংলাদেশের ইনিংস শেষে মুর্শিদার ব্যক্তিগত সংগ্রহ দাঁড়ায় ৪৪ বলে ৫৭ রান। এই ইনিংস খেলার পথে তিনি ৭টি বাউন্ডারি হাঁকান। তার বাকি রানগুলো আসে এক-দুই থেকে। তার এই সর্বোচ্চ ইনিংসের ওপর ভর করে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেট হারিয়ে ১৪৮ রানে। মোটামুটি লড়াকু সংগ্রহ গড়ে বাংলাদেশের জয়ের পথে বাকি কাজটা করেন টাইগ্রেস বোলাররা। ১৪৯ রানের তাড়ায় ব্যাট করতে নামা মালয়েশিয়ার ওপেনার ওয়ান জুলিয়াকে প্রথম বলেই বোল্ড করে আউট করেন মারুফা আক্তার। ওপেনারকে হারিয়ে প্রথমেই চাপে পড়ে মালয়েশিয়া নারী ‘এ’ দল। এরপর তিনে নামা ক্রিস্টিনা ব্যারেটকে সঙ্গে নিয়ে উইকেট পতন রোধ করার চেষ্টা করেন আরেক ওপেনার ইয়ুসরিনা ইয়াকুপ। তিনিও বিদায় নেন ১৫ বলে ৫ রান করে। তার উইকেট তুলেন নাহিদা আক্তার। চতুর্থ উইকেট জুটিটে ব্যাটারদের বিদায় মিছিল ফের থামানোর চেস্টা করেন ব্যারেট ও ম্যাস এলিসা। তাদের মধ্যে ব্যারেট বিদায় নেন ২৪ বলে ১১ রান করে এবং এলিসা বিদায় নেন ২৩ বলে ১১ রান করে। এরপর মাহিরা ইসমাইল সানজিদা আক্তার মেঘলার বলে বোল্ড হয়ে বিদায় নেন গোল্ডেন ডাক মেরে। তার বিদায়ের পর মালয়েশিয়ার হয়ে সর্বোচ্চ ১৩ রানের ইনিংস খেলেন শেষ পর্যন্ত ৩১ বল খেলে অপরাজিত থাকা আইনা হামিজা হাশিম।
পরের ব্যাটারদের মধ্যে আইনা নাজওয়া করেন ৭ বলে ২ রান, নূর আইরয়ানা করেন ৬ বলে ২ রান, আয়শা এলিসা করেন ৮ বলে ৫ রান। শেষ পর্যন্ত হামিজা হাশিমের সঙ্গে ১ রানে অপরাজিত ছিলেন নূর দানিয়া। মালয়েশিয়ার সকল ব্যাটারদের পূর্ণ ব্যর্থতায় ১৪৯ রানের তাড়ার পথে ৮ উইকেট হারানো দলটির স্কোরবোর্ডে যোগ হয় মাত্র ৫১ রান। এর মধ্য দিয়ে বাংলাদেশ টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ৯৭ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে।
বাংলাদেশের হয়ে ৩ ওভারে ৭ রান খরচে ২ উইকেট তুলেন রাবেয়া খান। আর মারুফা আক্তার, সানজিদা আক্তার মেঘলা, নাহিদা আক্তার ও সুলতানা খাতুন তোলেন একটি করে উইকেট। বাকি দুই ব্যাটার রান আউট হন, যার মধ্যে একটি করেন মারুফা এবং বাকিটি করেন স্বর্ণা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়