শাহজালালে ১২ কোটি টাকার কোকেনসহ ভারতীয় গ্রেপ্তার

আগের সংবাদ

খুলনায় খালেকের হ্যাটট্রিক, বরিশালে খোকন : খুলনায় শান্তিপূর্ণ ভোট, উপস্থিতি কম > তালুকদার আবদুল খালেক ১,৫৪,৮২৫ ভোট, আবদুল আউয়াল ৬০,০৫৪ ভোট

পরের সংবাদ

দিনাজপুরে পলক : তরুণ-তরুণীদের স্মার্ট কর্মক্ষেত্র হবে জয় সেন্টার

প্রকাশিত: জুন ১২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, তরুণ-তরুণীদের স্মার্ট কর্মক্ষেত্রের ঠিকানা হবে জয় স্মার্ট সার্ভিস এমপ্লয়মেন্ট এন্ড ট্রেনিং সেন্টার। এর মাধ্যমে তরুণ-তরুণীদের ঢাকামুখী বা বিদেশগামী হতে হবে না। নিজ এলাকায় বসেই তরুণ-তরুণীরা আর্থিক সচ্ছলতা আনতে পারবে। আগামী দুই বছরের মধ্যে সারাদেশে ২৫৫টি জয় সেন্টার স্থাপন করা হবে। প্রতিটি সেন্টার থেকে কমপক্ষে ৫০০ জন তরুণ-তরুণী প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে। গতকাল রবিবার দুপুর ১২টায় দিনাজপুরের ফুলবাড়ীতে স্মার্ট সার্ভিস এমপ্লয়মেন্ট এন্ড ট্রেনিং সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পলক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাত্র ১৪ বছরেই স্বল্পোন্নত দেশকে প্রযুক্তিনির্ভর মধ্যম আয়ের ডিজিটাল দেশে পরিণত করেছেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন পূর্বে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক উপজেলা পরিষদ চত্বরে এসে উপস্থিত হলে দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি ফারজানা রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জান্নাহ আল মামুন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওয়াসিকুল ইসলাম আইসিটি প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সেখানে ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস দল প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী, ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুল, উপজেলা আইসিটি অফিসার মোছা. তছলিমা আক্তার লিপি, দেতদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপাধ্যক্ষ আব্দুল কুদ্দুস শাহ, দৌলতপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামসহ উপজেলার সব কর্মকর্তা, কর্মচারী উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়