তারেক-জোবায়দার বিরুদ্ধে আরো তিন ব্যাংকারের সাক্ষ্য

আগের সংবাদ

বিপাকে রোহিঙ্গারা, বিপাকে বাংলাদেশ : ভূ-রাজনীতির গ্যাঁড়াকলে কমল খাদ্য সহায়তা > এক বেলা খাবারের জন্য মাথাপিছু বরাদ্দ কমে ৯ টাকা

পরের সংবাদ

শাহজালাল মাজারে গিলাফ দিলেন আনোয়ারুজ্জামান

প্রকাশিত: জুন ১০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

সিলেট অফিস : প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সিলেটে ওলিকুল শিরোমণি হযরত শাহজালালের (রহ.) ওরসে গিলাফ দিলেন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। গতকাল শুক্রবার সকালে তিনি মাজারে গিয়ে নিজের হাতে হযরত শাহজালাল (রহ.) মাজারে গিলাফ চড়ান। এ সময় তিনি মাজার জিয়ারত ছাড়াও দোয়া করেন। এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট আব্বাস উদ্দিন, মহানগর আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য জুবের আহমদ খান, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুফতি খাবির, হারুনুর রশীদ প্রমুখ।
প্রতি বছর প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ওলিকুল শিরোমণি হযরত শাহজালালের (রহ.) ওরসের দিন মাজারে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে গিলাফ দেয়া হয়। বিপুল সংখ্যক নেতাকর্মীকে সঙ্গে নিয়ে প্রতি বছর গিলাফ চড়ান আওয়ামী লীগ নেতারা।
গিলাফ দেয়ার পর আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, সিলেটের উন্নয়নে আন্তরিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটের মানুষের আবেগ-অনুভূতির সঙ্গেও সম্পৃক্ত। এ কারণে ওরস এলেই তার পক্ষ থেকে আউলিয়া শিরোমণি হযরত শাহজালাল (রহ.) মাজারে গিলাফ দেয়া হয়। এ সময় আমরা দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতও করেছি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়