তারেক-জোবায়দার বিরুদ্ধে আরো তিন ব্যাংকারের সাক্ষ্য

আগের সংবাদ

বিপাকে রোহিঙ্গারা, বিপাকে বাংলাদেশ : ভূ-রাজনীতির গ্যাঁড়াকলে কমল খাদ্য সহায়তা > এক বেলা খাবারের জন্য মাথাপিছু বরাদ্দ কমে ৯ টাকা

পরের সংবাদ

মঞ্চে নতুন দুই নাটক

প্রকাশিত: জুন ১০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

সারা যাকেরের নির্দেশনায় নাগরিক নাট্য সম্প্রদায় মঞ্চে এনেছে ‘অন্তরে বাহিরে চিত্রাঙ্গদা’। অন্যদিকে পুলিশ থিয়েটারের চতুর্থ প্রযোজনায় মঞ্চে এসেছে নাটক ‘অচলায়তনের অপ্সরী’। এ দুই নাটক নিয়ে জানাচ্ছেন মাহফুজ রহমান

মঞ্চে ‘অন্তরে বাহিরে চিত্রাঙ্গদা’
নাগরিক নাট্য সম্প্রদায় এবার মঞ্চে এনেছে ‘অন্তরে বাহিরে চিত্রাঙ্গদা’। নাটকটি নির্দেশনা দিয়েছেন সারা যাকের। গতকাল শুক্রবার রাজধানীর নাটক সরণির মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়। আজ শনিবার সন্ধ্যায় একই মিলনায়তনে নাটকটির দ্বিতীয় মঞ্চায়ন হবে। এটি নাগরিক নাট্য সম্প্রদায়ের ৪৭তম প্রযোজনা। মহাভারতের আদিপর্বে বর্ণিত চিত্রাঙ্গদা ও অর্জুনের প্রেমের উপাখ্যান অবলম্বনে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন তার প্রথম পূর্ণাঙ্গ নৃত্যনাট্য ‘চিত্রাঙ্গদা’। নির্দেশক সারা যাকের সোশ্যাল মিডিয়ায় বলেন, ‘চিত্রাঙ্গদার যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে, সেটি হলো অন্তরের চাওয়া-পাওয়ার সঙ্গে এক অদ্ভুত দ্ব›দ্ব। ‘কন্যা হওয়া সত্ত্বেও বাবার ইচ্ছায় চিত্রাঙ্গদার বেড়ে ওঠা ছিল একজন পুরুষ যোদ্ধার রূপে। ফলে অর্জুনের প্রেমে পড়ার পর চিত্রাঙ্গদা তার বাহ্যিক রূপ ও অন্তরের চাওয়া-পাওয়ার সঙ্গে এক অদ্ভুত দ্ব›েদ্ব জড়িয়ে পড়েছিল। নিজের দ্বৈত সত্তার সব দ্ব›দ্ব ও দ্বিধাকে জয় করে অর্জুনকে পাওয়ার এই প্রণয় কথার একটি আধুনিক রূপান্তরকে সবার সামনে মঞ্চস্থ করতেই এ নাটক।’ নাটকটির সহকারী নির্দেশক নিমা রহমান বলেন, ‘এখানে নাটক চিত্রাঙ্গদা ও নৃত্যনাট্য চিত্রাঙ্গদার একটি সম্মিলন ঘটেছে। দুটি নাট্যের মূল ভাব নিয়েই সারা যাকেরের এই নতুন রূপায়ণ।’ সংগীতায়োজন করেছেন রোকন ইমন। তিনি বলেন, ‘এই নাটকে কাজ করতে পারা অনেক বড় একটি ঘটনা। নাটকের স্ক্রিপ্টটা সারা যাকের আপা অনেক সহজ করে বুঝিয়ে দেয়ায় সংগীতায়োজনের কাজটিও সহজ হয়েছে।’

পুলিশ থিয়েটারের নাটক ‘অচলায়তনের অপ্সরী’
গত বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির মূল হলে উদ্বোধনী মঞ্চায়ন হলো দৌলতদিয়া পতিতাপল্লীকে উপজীব্য করে সত্যাশ্রয়ী গবেষণালব্ধ নাটক ‘অচলায়তনের অপ্সরী’র। পুলিশ থিয়েটারের চতুর্থ প্রযোজনায় বাংলাদেশ পুলিশ থিয়েটার অ্যান্ড কালচারাল ক্লাবের সদস্যবৃন্দ এ নাটকের মঞ্চায়ন করেন। প্রধান অতিথি ডিএমপি কমিশনার ও বাংলাদেশ পুলিশ থিয়েটার অ্যান্ড কালচারাল ক্লাবের সভাপতি খন্দকার গোলাম ফারুক বিপিএম-বার, পিপিএম প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এ নাটকের শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঞ্চসারথী আতাউর রহমান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, সম্মিলিত সাংস্কৃতিক ঐক্যজোটের সভাপতি গোলাম কুদ্দুস ও নাট্যজন অধ্যাপক ড. রতন সিদ্দিকী।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি ও পুলিশ থিয়েটারের প্রতিষ্ঠাতা হাবিবুর রহমান বিপিএম-বার, পিপিএম-বার। ‘অচলায়তনের অপ্সরী’ নাটকটি রচনা ও নির্দেশনা প্রদান করেছেন পুলিশ পরিদর্শক মোঃ জাহিদুর রহমান। নাটকটির কেন্দ্রী চরিত্রে অভিনয় করেছেন তামান্না তমা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়