তারেক-জোবায়দার বিরুদ্ধে আরো তিন ব্যাংকারের সাক্ষ্য

আগের সংবাদ

বিপাকে রোহিঙ্গারা, বিপাকে বাংলাদেশ : ভূ-রাজনীতির গ্যাঁড়াকলে কমল খাদ্য সহায়তা > এক বেলা খাবারের জন্য মাথাপিছু বরাদ্দ কমে ৯ টাকা

পরের সংবাদ

গ্যালারি চিত্রকে শাহিনা-মাসুদুলের ‘দ্বৈত রথ’

প্রকাশিত: জুন ১০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : শিল্পী শাহিনা ইসলাম ও মো. মাসুদুল হক দম্পতির ‘দ্বৈত রথ’ শীর্ষক যুগলবন্দি প্রদর্শনী শুরু হয়েছে। গতকাল শুক্রবার বিকালে ধানমন্ডির গ্যালারি চিত্রকে সপ্তাহব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন বরেণ্য চিত্রশিল্পী রফিকুন নবী। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি আনোয়ার উল-আলম চৌধুরী। সভাপতিত্ব করেন শিল্পী ফরিদা জামান। শুভেচ্ছা বক্তব্য রাখেন শিল্পী শাহিনা ইসলাম ও মো. মাসুদুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন গ্যালারি চিত্রকের নির্বাহী পরিচালক মো. মনিরুজ্জামান।
প্রদর্শনীর উদ্বোধন করে রফিকুন নবী বলেন, এ শিল্পী যুগলের ছবি শিল্পরসিকদের ভালো লাগবে। তারা শিল্পের নিবিষ্ট শ্রমিক। চাকরির ব্যস্ততায় ছবি আঁকার ক্ষেত্রে কিছুটা অনভ্যস্ততা থাকলেও বিষয় বৈচিত্র্য আর শিল্পের প্রতি শ্রম তাদের ছবির প্রতি দর্শককে আগ্রহী করে তুলবে।
আনোয়ার উল-আলম চৌধুরী বলেন, শিল্পকলার সর্বজনীন চরিত্র রয়েছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে চিত্রকলা ইতিহাসকে ভবিষ্যতে নিয়ে যায়। এ দুই শিল্পী তাদের কাজ দিয়ে শিল্পের জগতে তাদের স্বাক্ষর রেখে যাবে।
ফরিদা জামান বলেন, তারা আবার নতুন করে শুরু করেছেন। এটা খুবই আশাপ্রদ ঘটনা। তাদের এই যাত্রা অব্যাহত থাকুক – এটাই প্রত্যাশা। প্রদর্শনীতে ৬০টি চিত্রকর্ম স্থান পেয়েছে। চলবে ১৭ জুন পর্যন্ত।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়