তারেক-জোবায়দার বিরুদ্ধে আরো তিন ব্যাংকারের সাক্ষ্য

আগের সংবাদ

বিপাকে রোহিঙ্গারা, বিপাকে বাংলাদেশ : ভূ-রাজনীতির গ্যাঁড়াকলে কমল খাদ্য সহায়তা > এক বেলা খাবারের জন্য মাথাপিছু বরাদ্দ কমে ৯ টাকা

পরের সংবাদ

অবশেষে আইইবিতে সমাবেশের অনুমতি পেল জামায়াত

প্রকাশিত: জুন ১০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : অবশেষে সমাবেশের অনুমতি পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে বায়তুল মোকাররমের উত্তর গেটে নয়, রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে দলটিকে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গতকাল শুক্রবার ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশন্স) বিপ্লব কুমার সরকার এ তথ্য জানিয়েছেন।
এদিকে নাম প্রকাশ না করার শর্তে ডিএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, জামায়াতকে রমনায় সমাবেশের অনুমতি দেয়া হয়েছে। তবে অবশ্যই তাদের শান্তিপূর্ণ সমাবেশ করতে হবে। কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা করলেই কঠোর ব্যবস্থা নেবে পুলিশ।
অনুমতির বিষয়ে জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের প্রচার সম্পাদক মু. আতাউর রহমান সরকার জানান, আজ শনিবার বেলা ২টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সমাবেশ করবে জামায়াত।
এর আগে গত ৫ জুন সমাবেশ করতে অনুুমতি চেয়েছিল জামায়াত। কিন্তু ওই দিন কর্মদিবস থাকায় ডিএমপি অনুমতি দেয়নি। এরপর সমাবেশের নতুন তারিখ ঘোষণা করে দলটি।
জামায়াত ১০ জুনের কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কর্মীদের বেশ কয়েকটি নির্দেশনা দিয়েছে। নির্দেশনা অনুযায়ী, সমাবেশ হবে শান্তিপূর্ণ এবং উৎসবমুখর। সমাবেশে আসা-যাওয়ার পথে কারো কোনো উসকানিতে পা দেয়া যাবে না। সব ধরনের উসকানি এড়িয়ে যেতে হবে। সব ধরনের অপতৎপরতার
ব্যাপারে চোখ-কান খোলা রেখে সতর্ক থাকতে হবে। কোনো অপতৎপরতা চোখে পড়লে সংশ্লিষ্ট দায়িত্বশীলকে তাৎক্ষণিকভাবে জানাতে হবে। নিজেরা কোনো অপতৎপরতা প্রতিহত করতে যাবে না। সমাবেশে শুধু ঢাকা মহানগরীর নেতাকর্মীরাই উপস্থিত থাকবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়