গণতন্ত্র মঞ্চের হুঁশিয়ারি : সমাবেশে বাধা দিলে পরিণতি ভালো হবে না

আগের সংবাদ

পাহাড় কাটার হিড়িক, দুই ফসলি জমির টপ সয়েল যাচ্ছে ভাটায়

পরের সংবাদ

রামগতি : ঝুঁকিপূর্ণ কালভার্টের নিচে বেহুন্দি জাল দিয়ে মাছ শিকার

প্রকাশিত: জুন ৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

রামগতি (ল²ীপুর) প্রতিনিধি : ল²ীপুরের রামগতি-সোনাপুর প্রধান সড়কের পাশে খালের ওপর কালভার্টের ক্ষতি করে ঝুঁকিপূর্ণভাবে অবৈধ বেহুন্দি জাল দিয়ে মাছ ধরার অভিযোগ পাওয়া গেছে মাইন উদ্দিন বিরুদ্ধে। চর আলগী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের খালে গ্রামীণ কালভার্টকে ঝুঁকিতে ফেলে মই বানিয়ে বেহুন্দি জাল দিয়ে মাছ শিকার করা হচ্ছে।
জানা যায়, মাইন উদ্দিন দীর্ঘ দুই বছর ধরে সমাজ প্রধানদের বিধি-নিষেধ তোয়াক্কা না করে সম্পূর্ণ খামখেয়ালিভাবে ঝুঁকিপূর্ণ পদ্ধতিতে কালভার্টের নিচে নেট ও অবৈধ বেহুন্দি জাল দিয়ে মাছ শিকার করায় কালভার্টের সামনে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। পানির তীব্র স্রোতে গর্তের মধ্যে পানি ঘূর্ণন সৃষ্টি হওয়ায় কালভার্টটি যে কোনো মুহূর্তে ধসে যেতে পারে। এতে রামগতি উপজেলার সঙ্গে নোয়াখালী জেলার সড়ক যোগাযোগ বিছিন্ন হয়ে যাবে।
স্থানীয় মৃত আবদুল কাইয়ুমের ছেলে মো. কামাল হোসেনসহ গ্রামবাসী কালভার্ট রক্ষা ও অবৈধ জাল দিয়ে মাছ শিকারি মাইন উদ্দিনকে আইনের আওতায় আনার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন। মাইন উদ্দিন চর আলগী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নুর মোহাম্মদের ছেলে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শান্তুনু চৌধুরী জানান, অবৈধ জাল দিয়ে মাছ শিকারি এবং গ্রামীণ কালভার্ট ঝুঁকিতে ফেলা মাইন উদ্দিনের এসব অন্যায় কাজের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। সচেতন মহল কালভার্টটি সুরক্ষার জন্য অবৈধ মাছ শিকার বন্ধ ও মাইন উদ্দিনের শাস্তির দাবি জানায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়