করমণ্ডল এক্সপ্রেস : চেন্নাইগামী ট্রেন দুর্ঘটনায় নিহত শতাধিক, বাংলাদেশি যাত্রী থাকার আশঙ্কা

আগের সংবাদ

দেয়াল

পরের সংবাদ

রাজারহাটে বিল রক্ষার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: জুন ৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে ঐতিহ্যবাহী চাকিরপশার বিলকে একটি মহল কখনো নদ কখনো নদী বানানোর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এরই প্রতিবাদে গতকাল শনিবার বেলা ১১টায় চাকিরপশার বিল সুরক্ষা কমিটির উদ্যোগে বিলের পাড়ে শত শত মানুষের অংশগ্রহণে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। চাকিরপশার বিল সুরক্ষা কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আলহাজ মো. ইউনুছ আলীর সভাপতিত্বে মানববন্ধন পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন- চাকিরপশার বিল সুরক্ষা কমিটির সদস্যসচিব বিশিষ্ট ব্যবসায়ী মো. আজগার আলী, কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য সাংবাদিক মো. এনামুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক তৌহিদুর রহমান, ছাত্রলীগ নেতা সুমন কুমার রায়, কৃষক আশিকুর রহমান টুটুল, হামিদুল ইসলাম লেবু, আব্দুস ছালাম, জুয়েল চৌধুরী, আব্দুল জলিল, আহসান হাবীব টিটু প্রমুখ।
বক্তারা বলেন, ঐহিত্যবাহী চাকিরপশার বিলের দুই পাড়ে রেকর্ডকৃত জমিতে প্রতি বছর বোরো মৌসুমে শত শত মণ ধান উৎপাদিত হয় এবং বর্ষা মৌসুমে বিলের দেশি প্রজাতির মাছ উপজেলার আমিষের চাহিদা মিটিয়ে বাইরের জেলায় সরবরাহ করা হয়ে থাকে। আকস্মিক লিজ আদেশ স্থগিত হওয়ায় উপজেলায় বর্তমানে মাছের ব্যাপক সংকট দেখা দিয়েছে। একদিকে সরকারও হারাচ্ছে রাজস্ব। পাশাপাশি বর্ষা মৌসুমে বিলুপ্ত প্রায় শাপলা ও পদ্ম ফুলের সমারোহ ঘটে এ বিলে যা দেখতে প্রতিদিন শত শত দর্শণার্থী ভিড় জমায় বিলের পাড়ে। বক্তারা আরো বলেন, ওই বিলটিকে নদ বা নদী শ্রেণিতে রূপান্তরিত করলে বিলের দুপাশের তিনটি মৌজার কয়েক শ পরিবারের বসতবাড়ি ও শত শত একর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হওয়াসহ দেশি প্রজাতির মাছ ধ্বংস হবে।
মানববন্ধন শেষে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে বাংলাদেশ নদী কমিশনের চেয়ারম্যান বরাবর চাকিরপশার বিল সুরক্ষা কমিটির পক্ষ থেকে স্মারকলিপি দেয়ার কথা জানিয়েছেন চাকিরপশার বিল সুরক্ষা কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আলহাজ মো. ইউনুছ আলী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়