ভর্তিতে অতিরিক্ত অর্থ আদায় ৪ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ

আগের সংবাদ

বাজেট বাস্তবায়ন করা সম্ভব : বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী

পরের সংবাদ

ছিনতাইকারীদের হাতে সবজি ব্যবসায়ী খুন

প্রকাশিত: জুন ২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

সিলেট অফিস : সিলেটে ছিনতাইকারীদের হাতে গোবিন্দ তালুকদার (৩৫) নামে এক সবজি ব্যবসায়ী খুন হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ধোপাদীঘিরপাড়স্থ এলাকায় হোটেল অনুরাগের লাগোয়া একটি গলি সড়কে এ ঘটনা ঘটে। নিহত গোবিন্দ সুনামগঞ্জের শাল্লা উপজেলার বড়গাঁও গ্রামের বাসিন্দা। বর্তমানে নগরীর আখালিয়া নতুন বাজারে বসবাস করতেন তিনি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোবিন্দ একজন ভাসমান সবজি বিক্রেতা ছিলেন। বৃহস্পতিবার ভোরে নগরীর আখালিয়া নতুন বাজার থেকে সোবানিঘাট পাইকারি সবজির বাজারে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে ওই এলাকায় তাকে ছুরিঘাকাত করে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে গৌবিন্দ খুনের ঘটনায় ছিনতাইকারীদের শনাক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার আজবাহার আলী শেখ।
তিনি জানান, এ ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে ছিনতাইকারীদের শনাক্ত করা হয়েছে। তাদেরকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়