গ্রামীণ কল্যাণ : চাকরিচ্যুত শ্রমিকদের লভ্যাংশ দেয়ার রায়ে ৬ মাসের স্থিতাবস্থা

আগের সংবাদ

সংকট কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ

পরের সংবাদ

সাবের হোসেন চৌধুরী : তামাক কোম্পানির কাছে হেরে যাচ্ছি আমরা

প্রকাশিত: জুন ১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : সরকার তামাকের দাম বাড়িয়ে ব্যবসায়ীদের বাড়তি মুনাফার সুযোগ করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী।
গতকাল বুধবার বিকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনের চামেলী হাউজে গণতান্ত্রিক বাজেট আন্দোলন ও বণিক বার্তার যৌথ আয়োজনে ‘অর্থনীতির সবুজ রূপান্তরে অর্থায়ন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
সাবের হোসেন চৌধুরী বলেন, করোনা মহামারির সময় আমরা বাংলাদেশের অর্থনীতিকে ঘুম পাড়িয়ে দিয়েছি। যেখানে তিন বছরে সর্বোচ্চ ৫০ হাজার মানুষ মারা গেছে।
কিন্তু তামাক ব্যবহারের কারণে এক বছরেই এক লাখ ৬০ হাজার মানুষ মারা যাচ্ছেন। আমাদের সংবিধানের ১৮ ধারায় স্পষ্ট বলা আছে, আমরা জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিব। কিন্তু আমরা কী দেখছি? আমারা দেখি সরকার তামাক ব্যবসায়ীদের নানাভাবে সাহায্য সহযোগিতা করেন। তামাক কোম্পানির কাছে আমরা হেরে যাচ্ছি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার অন বাজেট এন্ড পলিসির পরিচালক ড. কাজী মারুফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশের আহ্বায়ক নাহিম রাজ্জাক এমপি, ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশের সদস্য শামীম হায়দার পাটওয়ারী এমপি, একশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির, ব্রাইট গ্রিন এনার্জি ফাউন্ডেশনের চেয়ারম্যান দীপাল বড়ুয়া, সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান প্রমুখ।
প্রাণের নির্বাহী পরিচালক নুরুল আলম মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, এফজিজি একশনএইড বাংলাদেশের ব্যবস্থাপক আজাদ আবুল কালাম, ক্লিনের প্রধান নির্বাহী হাসান মেহেদী, দ্য আর্থ ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার মো. মোসলেহউদ্দিন সূচক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিবিএমের নির্বাহী কমিটির সদস্য জাকিয়া শিশির।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়