গ্রামীণ কল্যাণ : চাকরিচ্যুত শ্রমিকদের লভ্যাংশ দেয়ার রায়ে ৬ মাসের স্থিতাবস্থা

আগের সংবাদ

সংকট কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ

পরের সংবাদ

সাঁথিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

প্রকাশিত: জুন ১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সোলায়মান (৪৮) ওরফে ছুলায়কে গত মঙ্গলবার গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের ঘুঘুদহ পশ্চিমপাড়া গ্রামের মৃত ইন্তাজ ফকিরের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৭ মে ২৫ গ্রাম হেরোইনসহ সোলায়মান গ্রেপ্তার হয়। এ ব্যাপারে সাঁথিয়া থানায় মামলা হয়। পরবর্তীতে পাবনা জেলা জজ আদালত-৩ এ ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১) এর টিবিল এর ১(ঘ) দায়রা নং-১১৬৬/২০১৮ এর যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছর কারাদণ্ড দেন। এরপর সোলায়মান মামলা থেকে জামিনে এসে দুবাই চলে যান। দীর্ঘদিন পলাতক থাকার পর এক সপ্তাহ আগে সোলায়মান দেশে আসেন। সাঁথিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে মঙ্গলবার উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের বনগ্রাম বাজার থেকে গ্রেপ্তার করেন। এ ব্যাপারে সাঁথিয়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করে পাবনা আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়