গ্রামীণ কল্যাণ : চাকরিচ্যুত শ্রমিকদের লভ্যাংশ দেয়ার রায়ে ৬ মাসের স্থিতাবস্থা

আগের সংবাদ

সংকট কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ

পরের সংবাদ

প্রেস কাউন্সিল চেয়ারম্যান : নতুন আইন পাস হলে দূর হবে অপসাংবাদিকতা

প্রকাশিত: জুন ১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, নাটোর : দেশে এখন অপসাংবাদিকতা বেশী, যাদের সবাই বলে সাংঘাতিক। প্রচলিত আইন অনুযায়ী এসব অপসাংবাদিকদের বিচার করা সম্ভব না। নতুন আইন পাস হলে অপসাংবাদিকতা দূর করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম। গতকাল বুধবার নাটোরের সার্কিট হাউজ কনফারেন্স রুমে গণমাধ্যমকর্মীদের সঙ্গে প্রেস কাউন্সিল আইন ১৯৭৪, আচরণবিধি ও তথ্য অধিকার আইন ২০০৯ অবহিতকরণ শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। নিজামুল হক নাসিম বলেন, প্রেস কাউন্সিল আইন পর্যাপ্ত নয়। এর জন্য কিছু পরিবর্তন আনতে হবে। এ ব্যাপারে ২০১৫ সালে সরকারের কাছে কিছু প্রস্তাবনা পাঠানো হয়েছে। আইনের পরিবর্তন করে প্রেস কাউন্সিলের ক্ষমতা বৃদ্ধি করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক আবু নাসের ভূঁঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদুর রহমান, প্রেস কাউন্সিলের সচিব মাসুদ খান, জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী, পুলিশ সুপারের প্রতিনিধি নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ। সভায় নাটোরে কর্মরত সাংবাদিকরা তাদের কাজের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা দূরসহ তাদের হয়রানি যাতে না হয় সে ব্যাপারে ব্যবস্থা নেয়ার জন্য দাবি জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়