গ্রামীণ কল্যাণ : চাকরিচ্যুত শ্রমিকদের লভ্যাংশ দেয়ার রায়ে ৬ মাসের স্থিতাবস্থা

আগের সংবাদ

সংকট কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ

পরের সংবাদ

কুড়িগ্রামে ধান ও চাল সংগ্রহবিষয়ক সমন্বয় সভা

প্রকাশিত: জুন ১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কুড়িগ্রাম প্রতিনিধি : ‘জিংক চালের পুষ্টিগুণ রোগবালাই করবে দূর’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বায়োফর্টিফাইড জিংক সমৃদ্ধ ধান ও চাল সংগ্রহবিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকালে কুড়িগ্রাম জেলা খাদ্য বিভাগে সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিপ্লব কুমার মোহন্ত, কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেদুল হাসান, বাংলাদেশ গেইন কন্সালট্যান্ট ড. মনির হোসেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক মাহমুদুল হাছান, জেলা চাল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হাই রঞ্জু প্রমুখ। বক্তারা মানবদেহের রোগ প্রতিরোধ সক্ষমতা বাড়াতে পুষ্টি পূরণে বায়োফর্টিফাইড জিংক সমৃদ্ধ ধান চাল সংগ্রহের ওপর গুরুত্বারোপ করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়