মেজাজ হারালেন টম হ্যাঙ্কস

আগের সংবাদ

টাইগারদের অনুশীলন শুরু আজ : হাথুরুসিংহে আসছেন ৩ জুন

পরের সংবাদ

নির্বাচনোত্তর সহিংসতা : টঙ্গীতে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১৫

প্রকাশিত: মে ২৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মে ২৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের পরদিন দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। গত শুক্রবার রাত সাড় ১১টার দিকে টঙ্গী শিল্প এলাকার ৫৩ নম্বর ওয়ার্ডের বড় দেওড়ায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। এ ঘটনায় আহতরা হলেন- শাহজালাল মোল্লা (১৯), আজাহার (২৬), হেলাল উদ্দিন (৩২), সাইফুল ইসলাম সাগর (২৫), নিয়ামত (২৪), তানভির (২১), মর্জিনা আক্তার (৩১), আলমাস (৩৩), জয়নাল এবং রাজিব হায়দার সাদিম (৩২), আজিম হায়দার আদিম (৩৫), ঝলক হায়দার (৩০), বিজয় হায়দার (২৮) ও আরিফ মণ্ডল (২৮)। স্থানীয়রা জানায়, গাজীপুর সিটি করপোরেশনের ২৫ মের নির্বাচনে ৫৩ নম্বর ওয়ার্ডে ঠেলাগাড়ি প্রতীকে সেলিম হোসেন ও লাটিম প্রতীকে সোলেমান হায়দার কাউন্সিলর পদে প্রতিদ্ব›িদ্বতা করেন। নির্বাচনে প্রতিদ্ব›দ্বী প্রার্থীকে পরাজিত করে সোলেমান হায়দার নির্বাচিত হন। গত শুক্রবার সন্ধ্যায় বিজয়ী কাউন্সিলর সোলেমান হায়দারের সমর্থকদের সঙ্গে বড় দেওড়া আদর্শপাড়া এলাকায় পরাজিত কাউন্সিলর পদপ্রার্থী সেলিম হোসেনের সমর্থক আলমাসের কথা কাটাকাটি হয়। এ সময় সোলেমান হায়দারের সমর্থকরা আলমাসকে মারধর করেন।
খবর পেয়ে সেলিম হোসেনেরর সমর্থকরা এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়। একপর্যায়ে সেলিম হোসেনের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে ওই এলাকার পুরোনো মসজিদের সামনে সোলেমান হায়দারের সমর্থকদের ওপর পাল্টা হামলা চালায়। এ সময় সাদিম, আদিম, ঝলক, বিজয় ও আরিফ আহত হন।
এ নিয়ে পরাজিত কাউন্সিলর প্রার্থী সেলিম হোসেনের ছোট ভাই মামুন বলেন, সোলেমান হাসান নির্বাচিত হয়ে আমাদের কর্মীর ওপর এবং কর্মীদের বাড়িতে গিয়ে হামলা চালাচ্ছেন। এছাড়া আমাদের যারা সমর্থন করেছেন তাদেরও মারধর করছেন। আমাদের আটজনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছেন। এ বিষয়ে আমরা থানায় অভিযোগ দেয়ার প্রস্তুতি নিচ্ছি। বিজয়ী কাউন্সিল প্রার্থী সোলেমান হায়দার বলেন, এ বিষয়ে স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলেছি। আহতরা সুস্থ হয়ে ফিরলেই সালিশের মাধ্যমে সমাধান করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়