মেজাজ হারালেন টম হ্যাঙ্কস

আগের সংবাদ

টাইগারদের অনুশীলন শুরু আজ : হাথুরুসিংহে আসছেন ৩ জুন

পরের সংবাদ

কুতুবদিয়া : বালুচরে আটকে আছে মালবাহী জাহাজ

প্রকাশিত: মে ২৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মে ২৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের কুতুবদিয়ার দক্ষিণ ধুরুং সৈকতে ৮ দিন ধরে মালবাহী একটি বিদেশি জাহাজ আটকে আছে। গত শনিবার (২০ মে) ধুরুং সৈকতের অলী পাড়ার পশ্চিমে সুরিয়া মারমেইড নামে বিশাল ওই জাহাজ বালুচরে আটকে যায়। গতকাল শনিবার সরজমিনে গিয়ে এমন চিত্র দেখা যায়।
ওই মালবাহী জাহাজটির কাপ্তান ইন্দোনেশিয়ান নাগরিক আহমদ সায়ারী বলেন, পণ্য ডেলিভারি দিয়ে তারা চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ওই এলাকায় প্রচণ্ড বাতাস আর ঢেউয়ে তাদের জাহাজটি প্রথমে কূলের দিকে নিয়ে আসা হয়। তারা নোঙর দেয়ার চেষ্টা করলেও তা কাজে আসেনি। ফলে বালুচরে উঠে যায় জাহাজটি। দুয়েক দিনের মধ্যে অন্য জাহাজের সাহায্যে আটকে থাকা জাহাজটি বালুচর থেকে সরিয়ে ফের মালামাল লোড করার আশা করছেন কাপ্তান।
তিনি আরো জানান, জাহাজে ৯ জন ক্রু ও ৪ জন নিরাপত্তা কর্মী রয়েছে।
দক্ষিণ ধুরুং ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ বলেন, মহেশখালীর কয়লা বিদ্যুৎ প্রকল্পের জন্য ইন্দোনেশিয়ান মালবাহী ওই জাহাজটি কয়েকদিন ধরে সৈকতের বালুচরে আটকে আছে। এটি পূর্ব চ্যানেলে পেয়ারাকাটায় নির্মাণাধীন জেটি ও বাঁশখালীর ছনুয়া জেটিতে ধাক্কা দিয়ে ব্যাপক ক্ষতি করেছে। পরে পশ্চিম পাশে যাওয়ার সময় বালুচরে আটকে যায় জাহাজটি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়