টিসিবির জন্য চিনি ও ভোজ্য তেল কিনবে সরকার

আগের সংবাদ

চ্যালেঞ্জ মোকাবিলা কোন পথে : মূল্যস্ফীতি > ডলার সংকট > বৈদেশিক ঋণের সুদ ও ভর্তুকি ব্যয় > কর ও ব্যক্তি করদাতা বাড়ানো

পরের সংবাদ

খুলনায় অক্সিজেন কারখানা সিলগালা, মালিকের জেল

প্রকাশিত: মে ২৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মে ২৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বাবুল আকতার, খুলনা থেকে : খুলনায় লাইসেন্সবিহীন অক্সিজেন কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রতিষ্ঠানের মালিককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। এয়াড়া প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। গত মঙ্গলবার দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত ২নং কাস্টমঘাট এলাকায় এ অভিযান চালিয়ে জেলজরিমানা করা হয়। জানা যায়, খুলনা জেলার বিভিন্ন বেসরকারি হাসপাতালে রোগীদের জন্য শিল্পকারখানায় লোহা কাটাসহ ভারী কাজে ব্যবহৃত অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত গত মঙ্গলবার দুপুরে রাশিদা মেমরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এবং লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাসপাতালে অভিযান চালান। এ অভিযানে অনুমোদিত দুটি মেডিকেল অক্সিজেন সরবরাহকারী প্রতিষ্ঠান লিন্ডে বিডি ও স্পেক্ট্রা কোম্পানির সিলিন্ডার পাওয়া যায়। কিন্তু তারা ভাউচার/রসিদ দেখাতে পারেননি। পরে ক্রয় ভাউচার/রসিদ সরবরাহ করবেন বলে জানান। পরে ২নং কাস্টমঘাট এলাকায় অননুমোদিত ‘রকি অক্সিজেন’ নামক প্রতিষ্ঠানে সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত অভিযান চালানো হয়। সেখানে শিল্পকারখানায় ব্যবহৃত গ্যাসের পাশাপাশি লিন্ডে বিডি ও স্পেক্ট্রা কোম্পানির সিল সংবলিত মেডিকেল কাজে ব্যবহৃত অক্সিজেন গ্যাসের অনুরূপ সিলিন্ডার পাওয়া যায়। যার মধ্যে পাঁচটিতে গ্যাসভর্তি ছিল এবং ত্রিশটি সিলিন্ডার খালি ছিল। এসময় প্রতিষ্ঠানটি মেডিকেল অক্সিজেন গ্যাস উৎপাদনের অনুমোদনের সপক্ষে কোনো প্রকার কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। অনুমোদনবিহীন প্রতিষ্ঠান পরিচালনা করার অপরাধে তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানের মালিক খুরশিদ আলমকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারা দণ্ড দেয়া হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। জব্দকৃত অক্সিজেন ফ্যাক্টরির সব আলামত ওয়ার্ড কাউন্সিলর কাজী আবুল কালাম আজাদের জিম্মায় দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অপ্রতিম কুমার চক্রবর্তী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়