গভীর নি¤œচাপে পরিণত মোকা, বন্দরে ৩ নম্বর সংকেত

আগের সংবাদ

নির্বাচনকালীন সরকারে নজর : শর্তসাপেক্ষে বিএনপিকে ছাড় > স্বপ্ন দেখছে ছোট দলগুলোও

পরের সংবাদ

ইমার্জিং এশিয়া কাপে আম্পায়ার থাকবেন জেসি

প্রকাশিত: মে ১৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মে ১৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : হংকংয়ের মাটিতে আগামী জুন মাসে অনুষ্ঠিত হতে চলেছে ইমার্জিং এশিয়া কাপ। সেই টুর্নামেন্টে প্রথমবারের মতো আন্তর্জাতিক আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ নারী দলের সাবেক ক্রিকেটার সাথিরা জাকির জেসি। বর্তমান সময়ে বাংলাদেশের নারী ক্রিকেট দল মাঠে ভালো পারফর্ম করে এগিয়ে যাওয়ার চেষ্টায় আছে। তাদের সঙ্গে তালে তাল মিলিয়ে এগিয়ে চলছেন নারী আম্পায়াররাও। তাদের মধ্যে উল্লেখযোগ্য উদাহরণ হয়ে উঠেছেন জেসি।
তৃতীয় বিভাগ ক্রিকেটে আম্পায়ারের দায়িত্ব পালন করার অভিজ্ঞতা রয়েছে জেসির। তবে আগামী মাসেই প্রথমবার আম্পায়ারের দায়িত্ব পালন করতে চলেছেন তিনি। দারুণ এই অভিজ্ঞতা অর্জনের আগে লাল সবুজের প্রতিনিধি দলের হয়ে খেলা জেসি গণমাধ্যমের কাছে নিজের অনুভূতি প্রকাশ করেন। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। একটাই লক্ষ্য বা স্বপ্ন ছিল, এবার সেটা সত্যি হচ্ছে। খবরটা যখন পেয়েছি খুবই আনন্দবোধ করছিলাম। বিশ্বাসই করতে পারছিলাম না যে কী হচ্ছে আসলে, ফাইনালি মাইলফলক স্পর্শ করার মতো আন্তর্জাতিকে আম্পায়ারের দায়িত্ব পালন করার সুযোগ হলো।’
হংকংয়ের দিকে পাড়ি জমানোর আগে আনুষ্ঠানিকভাবে ক্রিকেটকে বিদায় জানাবেন জেসি।
চলতি মাসের শেষের দিকে শুরু হওয়া নারী প্রিমিয়ার লিগে খেলোয়াড় হিসেবে অংশগ্রহণ করবেন এই আম্পায়ার। এই প্রিমিয়ার লিগ শেষ করেই তিনি ক্রিকেটার হিসেবে অবসরের ঘোষণা দেবেন। এই প্রসঙ্গে তিনি গণমাধ্যমকে বলেন, ‘ক্রিকেটকে বিদায় দেওয়াটা কষ্টের। যখনই আমার মনে হয় তখন চোখের পানি চলে আসে। একদিন তো বিদায় জানাতে হবে। এখনই সেরা সময় মনে করছি। ক্রিকেটকে বিদায় জানানোর পর এতবড় একটা টুর্নামেন্টে আম্পায়ার হিসেবে থাকব এটা আমার জন্য আনন্দের।’
জেসি আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিংয়ের সুযোগ পাওয়াতে আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু জানিয়েছেন বড় স্বপ্নের কথা। এই প্রসঙ্গে জেসি জানান, ‘আমাকে আমাদের চেয়ারম্যান কিন্তু একটা কথাই বলেছে, যে তুমি যেহেতু সুযোগ পেয়েছ তোমাকে এখন ভালো করতে হবে। যেন পরবর্তীতে তোমাকে দেখে এই প্রফেশনে আরো মেয়েরা আসে। তোমাকেই দেখেই যেন সবাই বলে আন্তর্জাতিক পর্যায়েও মেয়েরা ভালো আম্পায়ারিং করতে পারে।’
হংকংয়ে প্রথমবারের মতো আয়োজিত ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশসহ আট দল অংশ নিবে। অংশগ্রহণকারী দলগুলো হলো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালেয়শিয়া, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও হংকং। টুর্নামেন্টের ‘বি’ গ্রুপে খেলবে বাংলাদেশ।
গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও মালেয়শিয়া।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়