মহাখালীতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

আগের সংবাদ

দূষণ আর দখলে জর্জরিত ভৈরব, নষ্ট হচ্ছে সৌন্দর্য

পরের সংবাদ

দাম বাড়াচ্ছে টেসলা

প্রকাশিত: মে ১৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মে ১৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের বাজারে গাড়ির দাম বাড়াচ্ছে টেসলা। মার্কিন গাড়ি নির্মাতা জায়ান্টটি জানিয়েছে ‘এস’, ‘এক্স’ ও ‘ওয়াই’ বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) মার্কিন দাম ১ শতাংশের বেশি বাড়ানো হয়েছে। নির্মাতাটির ওয়েবসাইটে প্রকাশিত তথ্যানুসারে, উচ্চমূল্যের মডেল ‘এস’ ও ‘এক্স’ গাড়ির সব ভ্যারিয়েন্টের দাম ১ হাজার ডলার বেড়েছে। এছাড়া ‘ওয়াই’ ভ্যারিয়েন্টের দাম বেড়েছে ২৫০ ডলার। সর্বশেষ মূল্য পরিবর্তনের তুলনায় মূল্য বেড়েছে দশমিক ৫ শতাংশ থেকে ১ দশমিক ১ শতাংশ পর্যন্ত। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ১৯ এপ্রিলের পর মডেল ‘এস’, ‘এক্স’ ও ‘ওয়াই’ গাড়ির এটি দ্বিতীয় মূল্যবৃদ্ধি। যেখানে এর আগে যুক্তরাষ্ট্রের বাজারে কিছু গাড়ির দাম কমিয়েছিল টেসলা। কিন্তু মে মাসের শুরুর দিকে এ মূল্যবৃদ্ধির পর থেকে এর সবচেয়ে কম দামি গাড়ি ‘মডেল থ্রি’-এর দামের কোনো পরিবর্তন হয়নি। টেসলা জানুয়ারি থেকে বিশ্বব্যাপী দাম কমাতে শুরু করেছে। যার মধ্যে এর আগে যুক্তরাষ্ট্রেও ছয়বার কমানো হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়