নিত্যপণ্যের দাম বাড়ায় রওশন এরশাদের উদ্বেগ

আগের সংবাদ

ভয়ংকর ‘মোকা’র হিংস্র ছোবল : সেন্টমার্টিন, মহেশখালী ও কুতুবদিয়া লণ্ডভণ্ড হওয়ার আশঙ্কা > প্রাণহানির ঝুঁকিতে রোহিঙ্গা শরণার্থী শিবির

পরের সংবাদ

মাঠে নামতে বাধা নেই মেসির

প্রকাশিত: মে ১৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মে ১৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : ছুটি না নিয়ে সৌদি আরব সফরে যাওয়ায় লিওনেল মেসিকে ২ সপ্তাহের নিষেধাজ্ঞা দিয়েছিল তার ক্লাব পিএসজি। আগামী ২১ মে পিএসজির হয়ে মাঠে নামার কথা ছিল তার। তবে এর আগেই ক্লাবের কাছে ক্ষমা চান এই আর্জেন্টাইন। ফলে নিষেধাজ্ঞা তুলে নেয় পিএসজি। আজকে লিগ ওয়ানের ম্যাচে আজাকসিওর বিপক্ষেই মাঠে নামবেন মেসি। বিষয়টি নিশ্চিত করেন পিএসজি কোচ ক্রিস্টফ গালতিয়ের।
গত সোমবার পিএসজির অনুশীলনে যোগ দেন মেসি। এরপরেই ধারণা করা হচ্ছিল আজকের ম্যাচে মাঠে নামতে পারেন তিনি। গতকাল সংবাদ সম্মেলনে মেসির খেলা নিশ্চিত করে গালতিয়ের বলেন, ‘মেসির সঙ্গে আমার কথা হয়েছে। সে অনুপ্রাণিত, দৃঢ়প্রতিজ্ঞ, পিএসজির হয়ে শিরোপা জিততে চায়। ম্যাচে সে শুরু থেকেই থাকছে।’
এর আগে গত ৩০ এপ্রিল লঁরিয়ার বিপক্ষে ম্যাচের পরপরই পরিবারসহ সৌদি আরবে চলে যান মেসি। অনুমতি ছাড়া সেই সফর নিয়ে ফুটবল বিশ্বে ঝড় বয়ে যায়। সৌদি আরবের পর্যটন দূত হিসেবে এই সফর ছিল মেসির পূর্বনির্ধারিত। তবে লঁরিয়ার বিপক্ষে ম্যাচ পিএসজি হেরে যাওয়ার পর কোচ পরদিনই অনুশীলন রেখেছিলেন। সৌদি আরব চলে যাওয়াতে মেসি সেই অনুশীলনে যোগ দিতে পারেননি। এমনকি শোনা গেছে, মেসির সঙ্গে নতুন কোনো চুক্তি না করারও সিদ্ধান্ত নেয় পিএসজি। এই গুঞ্জন কতটুকু সত্য তা নিশ্চিত হওয়া যায়নি।
গুঞ্জন রয়েছে পুরনো ক্লাব বার্সেলোনাতেও ফিরতে পারেন মেসি। এর মধ্যে এই মৌসুম শেষে বার্সা ছাড়ছেন সার্জিও বুসকেটস। তার চলে যাওয়াটা তাহলে লিওনেল মেসির প্রিয় আঙিনায় ফেরার পথ করে দিচ্ছে। এমনটাই মনে করছেন লা লিগা সভাপতি হাভিয়ে তেবাস। তিনি বলেন, ‘বুসকেটসের বিদায় মেসির ফেরার পথের শুরু। কিন্তু এই পথের শেষে পৌঁছাতে বার্সেলোনাকে অনেক কিলোমিটার হাঁটতে হবে। এ বিষয়ে তাদের সবুজ সংকেত দেয়ার আমি কেউ নই, এটা দেবে তাদের আর্থিক অবস্থা। আমি জানি তারা এ নিয়ে আলোচনা করছে। মেসিকে ফেরাতে বাস্তবায়নযোগ্য একটা পরিকল্পনাও করতে হবে তাদের। আমি জানি না বার্সেলোনা কী করতে যাচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আমি জিজ্ঞেসও করি না।’
আর্থিক সংকটসহ নানা কারণে ২০২১ সালে পিএসজি পাড়ি জমান মেসি। এরপর থেকে ন্যু ক্যাম্পে তার ফেরার সম্ভাবনা নিয়ে গুঞ্জন চলছেই। আগামী মৌসুমে তা সত্যি হওয়ার সম্ভাবনাও দেখছেন অনেকে। আসছে জুনে পিএসজির সঙ্গে চুক্তি শেষ হবে মেসির। গণমাধ্যমের খবর অনুযায়ী মেসি আর সেখানে থাকতে চান না। ইতোমধ্যে তিনি নাকি ক্লাবকে জানিয়েও দিয়েছেন নিজের সিদ্ধান্ত।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়