সিজার হত্যায় গ্রেপ্তার ৬ : অটোরিকশা ছিনতাই করা তাদের পেশা

আগের সংবাদ

বৃষ্টি ও জোয়ারের অপেক্ষায় হালদা নদীতে মাছের পোনা সংগ্রহকারীরা

পরের সংবাদ

সৈয়দ আহম্মদ কলেজ : প্রতিষ্ঠাতা অধ্যক্ষের মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশিত: মে ১০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মে ১০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : গাবতলীর সুখানপুকুস্থ সৈয়দ আহম্মদ কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. নজবুল হকের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার কলেজের হলরুমে বর্তমান অধ্যক্ষ মো. সাইদুজ্জামানের সভাপতিত্বে এক স্মরণ সভা ও দোয়া মাহফিলের আযোজন করা হয়। এছাড়া বাদ জোহর কলেজের জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. নজবুল হকের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় কলেজের সহকারী অধ্যাপক ছালজুর রহমান, মারুফুল ইসলাম, মুনজুরে আলম রাসেল, আব্দুর রহিম, আবু সাঈদ, প্রভাষক আব্দুল আউয়াল, মাহবুবুর রহমান, মামুনুর রশিদসহ শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন সৈয়দ আহম্মদ কলেজ জামে মসজিদের ইমাম আব্দুল লতিফ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়