সিজার হত্যায় গ্রেপ্তার ৬ : অটোরিকশা ছিনতাই করা তাদের পেশা

আগের সংবাদ

বৃষ্টি ও জোয়ারের অপেক্ষায় হালদা নদীতে মাছের পোনা সংগ্রহকারীরা

পরের সংবাদ

সময় নির্ধারণে দ্বিমত : কার্যতালিকা থেকে বাদ ড. ইউনূসের কর ফাঁকির মামলা

প্রকাশিত: মে ১০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মে ১০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের ১ হাজার ১০০ কোটি টাকার কর ফাঁকির মামলা কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার শুনানির সময় নির্ধারণ প্রশ্নে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। অন্যদিকে ড. ইউনূসের পক্ষে আইনজীবী সরদার জিন্নাত আলী শুনানি করেন। শুনানিকালে অ্যাটর্নি জেনারেল আদালতকে বলেন, বাজেট আসন্ন। তাই মামলা দ্রুত শুনানি করা প্রয়োজন। রাষ্ট্রপক্ষ শুনানির জন্য প্রস্তুত রয়েছে। অন্যদিকে ড. ইউনূসের আইনজীবী সরদার জিন্নাত আলী বলেন, আমরা দ্রুত শুনানির জন্য প্রস্তুত নই। সময় প্রয়োজন। তখন হাইকোর্ট আগামী ৭ জুন শুনানির দিন ধার্য করার প্রস্তাব করেন। এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, জুন মাসের আগেই এ মামলাটির শুনানি শেষ করতে হবে। কারণ বাজেটে এ রাজস্ব দেখাতে হবে। যদি এ মাসে তারিখ না দেয়া হয়, তবে তিনি প্রধান বিচারপতির কাছে আবেদন করবেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়