সিজার হত্যায় গ্রেপ্তার ৬ : অটোরিকশা ছিনতাই করা তাদের পেশা

আগের সংবাদ

বৃষ্টি ও জোয়ারের অপেক্ষায় হালদা নদীতে মাছের পোনা সংগ্রহকারীরা

পরের সংবাদ

মেহেরপুর আদালত : অনলাইন কজ লিস্ট উদ্বোধন

প্রকাশিত: মে ১০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মে ১০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

মেহেরপুর প্রতিনিধি : স্মার্ট বিচার বিভাগ বাস্তবায়নের উদ্দেশে অন্যান্য জেলার আদালতের মতো মেহেরপুরেও অনলাইন কজ লিস্ট উদ্বোধন করা হয়েছে। প্লে স্টোর থেকে মোবাইলে ‘আমার আদালত’ অ্যাপ ডাউনলোড করে এবং মোবাইল বা কম্পিউটার থেকে পধঁংবষরংঃ.লঁফরপরধৎু.মড়া.নফ এই ঠিকানায় ভিজিট করে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এখন থেকে আদালতের বিচারাধীন মামলার হালনাগাদ তথ্য, মামলার পরবর্তী তারিখ, রায় এবং আদেশ জানা যাবে। গতকাল মঙ্গলবার এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে মেহেরপুর জেলায় অনলাইন কজ লিস্ট কার্যক্রম উদ্বোধন করেন মেহেরপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ শহিদুল্লাহ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছিলেন এটুআই জুডিসিয়ারি টিমের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা খান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাব্বির মাহমুদ চৌধুরী এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মো. মাহবুব সোবহানী, বিচারক (জেলা জজ), নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল তোহিদুল ইসলাম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্র্রেট আবু বকর সিদ্দিক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ রিপতি কুমার বিশ্বাস প্রমুখ।
এটুআই জুডিসিয়ারি টিমের পক্ষ থেকে ব্যবহারিক সেশন পরিচালনা করেন মো. মাহবুব সোবহানী। সিনিয়র জেলা ও দায়রা জজ মো শহিদুল্লাহ সমাপনী বক্তব্যে মেহেরপুরের সব বিচারক, ম্যাজিস্ট্রেট এবং কর্মচারীদের প্রতিদিনের মামলার হালনাগাদ তথ্য অনলাইনে ইনপুট দেয়ার নির্দেশ দেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়