নারী ইউএনওকে কাদের সিদ্দিকীর বাধায় আসকের নিন্দা

আগের সংবাদ

৫ সিটি করপোরেশন নির্বাচন : আ.লীগের গলায় ‘কোন্দল’ কাঁটা

পরের সংবাদ

‘ডা. মঈন ছিলেন খাঁটি দেশপ্রেমিক’

প্রকাশিত: মে ৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মে ৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

সুনামগঞ্জ প্রতিনিধি : করোনাযুদ্ধে দেশের প্রথম শহীদ ডা. মঈন উদ্দিন ছিলেন খাঁটি দেশপ্রেমিক। দেশ যখন মহামারি নিয়ে চরম বিপর্যয়ের মধ্যে তখন মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করেছেন ডা. মঈন উদ্দিন। গত সোমবার সুনামগঞ্জের ছাতকের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শহীদ ডা. মঈন উদ্দিন ট্রাস্ট মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ জাকির হোসেন এসব কথা বলেন। প্রধান শিক্ষক আতাউর রহমানের সভাপতিত্বে ও ট্রাস্টের নির্বাহী সদস্য কামরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি তাপস দাস পুরকায়স্থ, ট্রাস্টের নির্বাহী সদস্য এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ডা. জহির আহমেদ, ডা. নুরুল হুদা নাঈম দুলাল, ডা. তানভীর মোহিত প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়