মিরপুরে জালিয়াত চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

আগের সংবাদ

বঙ্গবাজারে আগুন : ক্ষতিগ্রস্তদের সহায়তায় একদিনে জমা পড়েছে ২ কোটি টাকা

পরের সংবাদ

বঙ্গবাজার এলাকার আরেক মার্কেটে আগুন

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : পাঁচ দিনের মাথায় রাজধানীর বঙ্গবাজারে ছাই হয়ে যাওয়া মার্কেটগুলোর পাশে আবারো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এবার আগুন লেগেছে বরিশাল প্লাজা মার্কেটের পাশে মালেকা মার্কেটে। যদিও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে প্রথমে বলা হয়েছিল বরিশাল প্লাজাতেই আগুন লেগেছে। গতকাল শনিবার সকাল ৮টা ৫ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। সেখানে পৌঁছে ৮টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে নিশ্চিত করেছে সংস্থাটি।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত ৪ এপ্রিল যে ভয়াবহ আগুনে বঙ্গবাজার পুড়েছিল, সেই আগুন মার্কেটের সামনের সড়কের পশ্চিম পাশের দুই ভবন বরিশাল প্লাজা এবং বঙ্গ ইসলামিয়া মার্কেটেও ছড়িয়েছিল। শনিবার আগুন লেগেছে এই দুই মার্কেটের পশ্চিম পাশের ভবন মালেকা ভবনে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, ৬ তলা ভবনের ৪র্থ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ৪র্থ তলায় গার্মেন্টস তৈরির পণ্যসহ বিভিন্ন আইটেম ছিল। আগুনে এর অনেক মালামাল পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত জানা গেলেও উদ্ধার ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে বলা যাবে।
উল্লেখ্য, গত মঙ্গলবার সকাল সোয়া ৬টার দিকে বঙ্গবাজারে আগুন লাগার দীর্ঘ ৭৫ ঘণ্টা পর সম্পূর্ণ নির্বাপণ করে ফায়ার সার্ভিস। ততক্ষণে ব্যবসায়ীদের সব পুড়ে ছাই হয়ে যায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়