মিরপুরে জালিয়াত চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

আগের সংবাদ

বঙ্গবাজারে আগুন : ক্ষতিগ্রস্তদের সহায়তায় একদিনে জমা পড়েছে ২ কোটি টাকা

পরের সংবাদ

খাগড়াছড়িতে বৈসু উৎসব উপলক্ষে শোভাযাত্রা

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

শংকর চৌধুরী, খাগড়াছড়ি থেকে : ‘চিনি হুকুমু, চিনি সিনিমুং’ অর্থাৎ আমাদের সংস্কৃতি আমাদের পরিচয়- এ প্রতিপাদ্যে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ ও ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের উদ্যোগে ত্রিপুরা জাতির ঐতিহ্যবাহী বৈসু উৎসব ১৪৩৩ ত্রিপুরাব্দ উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সকালে শহরের খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে ত্রিপুরাদের ঐতিহ্যবাহী গরয়া নৃত্যসহ বিভিন্ন ধরনের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা এবং আলোচনা সভা শেষে এ শোভাযাত্রার উদ্বোধন করেন ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর টাউন হলে গিয়ে শেষ হয়। অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্বে করেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের সভাপতি সুশীল জীবন ত্রিপুরা।
অনুষ্ঠানে খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ মাহি, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রæ চৌধুরী অপু, জোন কমান্ডার লে. কর্নেল মো. আবুল হাসনাত, জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, রিজিয়নের স্টাফ অফিসার (জিটুআই) মেজর মো. জাহিদ হাসান, জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়–য়া, খোকনেশ্বর ত্রিপুরা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শানে আলম, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের সাধারণ সম্পাদক ¯েœহাশীষ ত্রিপুরা মিঠুসহ ত্রিপুরা সমাজের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ১২ এপ্রিল নদীতে ফুল ভাসানোর মধ্যদিয়ে শুরু হবে পাহাড়ের প্রধান সামাজিক এবং ঐতিহ্যবাহী প্রাণের উৎসব বৈসাবিন। ত্রিপুরাদের বৈসু, মারমাদের সাংগ্রাই, চাকমাদের বিঝু আর বাঙালির নববর্ষ নিয়ে বৈসাবিন। বৈসু-সাংগ্রাই-বিঝু-নববর্ষ এর প্রথম চারটি অক্ষরে মিলিত রূপ বৈসাবিন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়