বিশ্বের সর্ববৃহৎ ‘সবুজ মানব প্রাচীর’ তৈরি করল জিএলটিএস

আগের সংবাদ

ভোটের হাওয়ায় জোটের মিশন

পরের সংবাদ

টি-টোয়েন্টি সিরিজ : আইরিশদের হারিয়ে শুভ সূচনা টাইগারদের

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ২৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : বৃষ্টিবিঘিœত ম্যাচে আইরিশদের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে গতকাল ডিএল মেথডে ২২ রানে জয় পেয়েছে টাইগাররা। লিটন দাস ও রনি তালুকদারের ঝোড়ো ব্যাটিংয়ের পর তাসকিন আহমেদের বোলিং তাণ্ডবে ওয়ানডে সিরিজের মতো টি-টোয়েন্টি সিরিজও জয় দিয়ে শুরু করল সাকিব বাহিনী।
ব্যাটারদের মারমুখী ব্যাটিংয়ের পর বোলারদের নিয়ন্ত্রিত বোলিং এমন দলগত পারফরম্যান্স প্রতি ম্যাচেই চান টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমরা এটাই চাই। এক বা দুজনের সবসময় ম্যাচে অবদান রাখা কঠিন। জিততে হলে এরকম অলরাউন্ড পারফরম্যান্সই দরকার। লিটন-রনি আক্রমণাত্মক ক্রিকেট খেলে গতিটা ঠিক করে দিয়েছে। আমরা নিশ্চিত ছিলাম না উইকেটের আচরণ কেমন হবে। তবে দুই ওপেনার শুরু থেকেই ছিল দারুণ ইতিবাচক। এমন কিছুই আমাদের প্রয়োজন ছিল। এই জুটিই আমাদের জন্য ম্যাচের ভিত গড়ে দিয়েছে।’
তিনি আরো বলেন, ‘নতুন ছেলেরা এসে ঘাবড়ে যায়নি। তারাও পারফর্ম করতে চেয়েছে। যেভাবে বোলাররা বল করেছে, দুর্দান্ত। তারা ক্রিকেট খেলছে, উপভোগ করছে, এতেই ভালো ফল মিলছে। আমাদের আরো কয়েকজন আছে যারা আমাদের এই পেসারদের দারুণ পারফরম্যান্সের কারণে সুযোগ পাচ্ছে না। গত চার ম্যাচ ধরে এটিই করে আসছি আমরা। আমি নিশ্চিত তারা যখন সুযোগ পাবে একইভাবে নিজেদের মেলে ধরবে।’
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে আগে ব্যাট করার আমন্ত্রণ জানায় আইরিশ অধিনায়ক পল স্টার্লিং। প্রথম ব্যাট করতে নেমে টাইগাররা ১৯.২ ওভারে ৫ উইকেটে ২০৭ রান তুললে বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়। টাইগারদের উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার লিটন দাস ও রনি তালুকদার। এই দুই ব্যাটার মিলে আন্তর্জাতিক টি-টোয়েন্টির পাওয়ার প্লেতে নিজেদের সর্বোচ্চ ৮১ রানের রেকর্ড গড়ে বাংরাদেশ। হাফসেঞ্চুরির আশা জাগিয়েও অষ্টম ওভারে লিটন দাস ২৩ বলে ৪৭ করে বিদায় নিলেও একপ্রান্ত আগলে রেখে ব্যাটিং চালিয়ে যান রনি। ওয়ানডাউনে নামা নাজমুল হোসেন শান্ত ইনিংস বড় করতে পারেননি। আউট হন ১৩ বলে ১৪ রান করে। ২০ বলে ৩০ রানের মারমুখী ইনিংস খেলেন শামিম হোসেন। ২৪ বলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ফিফটি পূরণ করেন রনি তালুকদার। তবে ৩৮ বলে ৬৭ রান করে বিদায় নেন এই ব্যাটার। দারুণ ইনিংস খেলার সুবাদে ম্যাচসেরা নির্বাচিত হন রনি। তবে ইনজুরির কারণে সরাসরি পুরস্কার নিতে পারেননি এই ব্যাটার। এরপর তাওহিদ হৃদয়ের ৮ বলে ১৩ রানের সঙ্গে সাকিব আল হাসানের অপরাজিত ১৩ বলে ২০ আর মেহেদী হাসান মিরাজ অপরাজিত ১ বলে ৪ করলে ১৯.২ ওভারে বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। পরে আর ব্যাটিংয়ে নামতে পারেনি টাইগাররা। আইরিশদের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন ইয়ং।
পরে বৃষ্টিবিঘিœত ম্যাচে আইরিশদের সামনে ৮ ওভারে লক্ষ্য দাঁড়ায় ১০৪ রান। এই রান তাড়া করতে নেমে দারুণ সূচনা করেন দুই আইরিশ ওপেনার পল স্টার্লিং ও রস অ্যাডয়ার। প্রথম ওভারেই তারা তোলে ১৮ রান। তবে তৃতীয় ওভারে ১০ বলে ১৩ রান হাসান মাহমুদের শিকার হন অ্যাডয়ার। এরপর আইরিশদের ব্যাটিং লাইনআপ একাই ধসিয়ে দেন তাসকিন। এক ওভারেই ফেরান তিন আইরিশ ব্যাটারকে। তার শিকার হন ৮ বলে ১৭ রান করা অধিনায়ক স্টার্লিং, ১ রান করা লরকন টাকার ও কোন রান না করা জর্জ ডকরেল। এরপর ১৯ রান করা হ্যারি টেক্টরকেও ফেরান তাসকিন। শেষ দিকে দলকে টেনে তোলার চেষ্টা করেন গ্যারেথ ডেলানি। তার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ২১ রান। নির্ধারিত ৮ ওভারে ৫ উইকেটে ৮১ রান তুলেই থামে আইরিশদের ইনিংস। ২২ রানের জয় পায় টাইগাররা। টাইগারদের হয়ে ২ ওভারে ১৬ রান দিয়ে ৪ উইকেট নেন তাসকিন। ম্যাচ শেষে তাসকিন বলেন, ‘সবাই সবার দিক থেকে চিন্তা করছে। ইউনিট হিসেবে যদি সবাই বিশ্বমানের বোলার থাকি, এই ইউনিটকে সামলাতে একটু সমস্যাই হবে। বড় বড় দলগুলোতে কিন্তু একজন না, চার-পাঁচজন বিশ্বমানের পেসার থাকে। আমরাও চাচ্ছি আমাদের ওরকম হোক। যেহেতু আমরা সবাই পরিবারের অংশ পেস বোলাররা, ভাইয়ের মতো। একে-অন্যকে সাহায্য করছে, সবাই সবার ভালো চায়। তবে শেষ দুই-আড়াই বছরে উন্নতি চোখে পড়ছে। এখনো আমাদের নেক্সট লেভেলে যাওয়া বাকি। আমি মনে করি আমরা ঠিক পথে আছি, মাইন্ডসেটটাও ভালো। ইন-শা-আল্লাহও আমাদের এই স্বপ্নটাও পূরণ হবে আমরা সবাই বিশ্বমানের হব।’
অপরদিকে হেরে কিছুটা হতাশ আইরিশ অধিনায়ক পল স্টার্লিং। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমরা ভালো কন্ডিশন পেয়েছিলাম। আমরা দ্রুত উইকেট নিতে চেষ্টা করেছি তবে ভাগ্যবান ছিলাম না। উইকেট ফেলতে পারলে আমরা তাদের চাপে ফেলতে পারতাম। আমার মনে হয় শেষ দশ ওভারে আমরা ভালো বল করেছি। নতুবা স্কোর আরো বেশি হতে পারত।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়