প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা : রাখী দাশ পুরকায়স্থ ছিলেন আপাদমস্তক দেশপ্রেমিক

আগের সংবাদ

বধ্যভূমি দেখার দায়িত্ব কার : সারাদেশে ৫ হাজারের বেশি বধ্যভূমি, ২২ বছরে ২০টি বধ্যভূমি সংরক্ষণ হয়েছে

পরের সংবাদ

সিরিজসেরা মুশফিক

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ২৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : ঘরের মাঠে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে ২-০ ব্যবধানে হারিয়েছে টাইগাররা। ব্যাট হাতে প্রথম দুই ম্যাচে মারমুখী ইনিংস খেলার সুবাদে সিরিজসেরা নির্বাচিত হন উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। প্রথম ম্যাচে ২৬ বলে ৪৪ রানের মারমুখী ইনিংস খেলার পাশাপাশি দ্বিতীয় ম্যাচে ৬০ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস খেলে এই সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হন তিনি। আর তৃতীয় ওয়ানডেতে গতকাল মুশফিক ব্যাটিংয়ে নামার আগেই কোনো উইকেট না হারিয়ে জয় পায় বাংলাদেশ। এর আগে ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হারিয়েছিল টাইগাররা। সেখানে সিরিজসেরার নির্বাচিত হন টাইগার ব্যাটার নাজমুল হোসেন শান্ত।
এই সিরিজে মুশফিকের চেয়ে বেশি রান করেছেন লিটন দাস। তিন ম্যাচের তিন ইনিংসে ডানহাতি এই ওপেনারের সংগ্রহ দুই ফিফটিতে ১৪৬ রান। আর তিন ম্যাচের দুই ইনিংসে মুশফিকের সংগ্রহ ১৪৪ রান। তাতে লিটনের চেয়ে মুশফিকের গড় ও স্ট্রাইকরেট বেশি। সিরিজসেরা হওয়ার পর মুশফিক বলেন, ‘আমরা আরো একটি সিরিজে জয় পেয়েছি। প্রত্যেকেই খুব খেলেছে। এটি আমাদের প্রথম খেলা বা ২০০ তম খেলা কিনা তা বিবেচ্য নয়। প্রথম দুই ম্যাচে কন্ডিশন খুবই ভালো ছিল, টপ অর্ডার ভালো খেলেছে এবং মঞ্চ তৈরি করেছে যেখানে আমরা নিজেদের মেলে ধরতে পেরেছি। যখন আপনি একজন অলরাউন্ডার তখন আপনাকে ব্যাট এবং গøাভস দুই ভূমিকাতেই ভালো করতে হয়। সেটা করতে পেরে খুবই খুশি।’
প্রথম ম্যাচের পারফরম্যান্স দেখেই বোঝা গিয়েছিল বাংলাদেশ জাতীয় দলের মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম ফিরেছেন চেনা ছন্দে। এই সিরিজে আরো দুটি রেকর্ড হয় এই ব্যাটারের। দ্বিতীয় ম্যাচে ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তোলার তৃতীয় বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ৭০০০ রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। আর কার করা সেঞ্চুরিটি ছিল ওয়ানডেতে বাংলাদেশের ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি। ৩৪৪ ম্যাচে ২২৯তম ইনিংসে এসে ক্যারিয়ারের ৭০০০ রানের দেখা পান মুশফিক। আর তার আগে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ছিল সাকিব আল হাসানের মালিকানায়। ২০০৯ সালে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে ৬৩ বলে সেঞ্চুরি তুলে নিয়েছিলেন সাকিব। দ্রুততম সেঞ্চুরির দেখা পাওয়া মুশফিকের ক্যারিয়ারে পরিবর্তিত হয়েছে আরেকটি রেকর্ডবুক। নিজের ক্যারিয়ারে এই ইনিংসটি মুশফিকের সর্বোচ্চ স্ট্রাইকরেটে ব্যাট করা ইনিংস। ন্যূনতম ফিফটি পেয়েছেন এমন ইনিংসগুলো বিবেচনা করে তার সর্বোচ্চ স্ট্রাইকরেট ১৬৬.৬৬।
শেষ ওয়ানের আগে এক স্বাক্ষাৎকারে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের প্রশংসাও করেন মুশফিক। হাথুরু কোচ হয়ে আসার পর বাংলাদেশ দলের চেহারাই বদলে গেছে। মুশফিক বলেন, ‘এখন পর্যন্ত দারুণ কাটছে। নতুন কোচ এসেছে, আমরা ভালোভাবে গড়ে উঠতে শুরু করেছি। আশা করি আমরা এই ছন্দটা ধরে রাখতে পারব।
সারা বছর যদি এটা ধরে রাখতে পারি, তাহলে আমরা বিশ্বকাপে ভালো দল হিসেবে যেতে পারব।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়