দুদক চেয়ারম্যান : দুর্নীতি নির্মূলে প্রভাবমুক্ত থেকে কাজ করবে দুদক

আগের সংবাদ

সড়কে শৃঙ্খলা ভেঙে পড়েছে : আইন ও বিধিমালার পরও সড়ক আইনের পূর্ণাঙ্গ বাস্তবায়ন নেই

পরের সংবাদ

বশেমুরকৃবিতে আন্তর্জাতিক কর্মশালা

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ২৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

সাউথ এশিয়ান নাইট্রোজেন হাব এর গবেষণা ও স্টেকহোল্ডারদের অংশগ্রহণমূলক কার্যক্রমের অংশ হিসেবে গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি), গাজীপুরে দিনব্যাপী রিঅ্যাকটিভ নাইট্রোজেন ব্যবস্থাপনাবিষয়ক আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত হয়। সাউথ এশিয়ান নাইট্রোজেন হাব, দক্ষিণ এশীয় আটটি দেশের একটি গবেষণা প্রকল্প যা যুক্তরাজ্যের সেন্টার ফর ইকোলজি এন্ড হাইড্রোলজি দ্বারা পরিচালিত। কর্মশালায় প্রধান অতিথি উপমন্ত্রী, পরিবেশ, বন ও জলবায় পরিবর্তন মন্ত্রণালয় হাবিবুন নাহার এম.পি, তার বক্তৃতায় নাইট্রোজেনের অত্যাধিক এবং অকার্যকর ব্যবহার উৎপাদন খরচ বাড়ায় এবং পরিবেশের জন্য মারাত্মক হুমকি মর্মে মত প্রকাশ করেন। তিনি টেকসই ফসল উৎপাদন এবং পরিবেশ সুরক্ষায় নাইট্রোজেন সারের পরিমিত ব্যবহারের ওপর জোর দেন। হাব ডিরেক্টর প্রফেসর ড. মার্ক সাটন যুক্তরাজ্য থেকে অনলাইনে যুক্ত হয়ে বিশ্বজুড়ে নাইট্রোজেন চ্যালেঞ্জ ও সমাধান নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।
ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দিন মিয়ার সভাপতিত্বে কর্মশালার বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ। সভাপতি প্রকল্পের প্রধান গবেষক প্রফেসর ড. মো. মিজানুর রহমান স্বাগত বক্তব্য প্রদান করেন। কর্মশালায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও যুক্তরাজ্যের বিজ্ঞানীরা তাদের গবেষণা কার্যক্রম ভার্চুয়ালি উপস্থাপন করেন। দিনব্যাপী এ কর্মশালায় কৃষক প্রতিনিধি, গবেষক, শিক্ষবিদ, স্নাতকোত্তর ছাত্র, সরকারি কর্মকর্তা, নাগরিক সমাজ প্রমুখ স্টেকহোল্ডাররা অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়