নায়িকা মাহি ও তার স্বামীর বিরুদ্ধে পুলিশের মামলা

আগের সংবাদ

শিবচরে বাস খাদে, নিহত ১৯ : আন্ডারপাসের দেয়ালে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায় বাসটি > আহত ১৫ জনের ৮ জন ঢামেকে

পরের সংবাদ

ঘের দিয়ে মাছ শিকার : আত্রাই নদীতে ৩শ মিটার জাল জব্দ

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ১৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাই উপজেলার আত্রাই নদীতে বাঁশ পুঁতে নদী ঘেরাও করে অবৈধভাবে মাছ শিকারের অপচেষ্টা করায় নেট জাল জব্দ করা হয়েছে। জালগুলোর দৈর্ঘ্য প্রায় ৩০০ মিটার। উপজেলা প্রশাসনের সহযোগিতায় গত শুক্রবার দুপুরে উপজেলার বিশা ইউনিয়নের আত্রাই গুড় নদীতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জানান, নওগাঁ জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. আমিনুল এহসানের নির্দেশনায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান চালিয়ে প্রায় ৩০০ মিটার জাল জব্দ করা হয়েছে। যার মূল্য প্রায় আনুমানিক দেড় লাখ টাকা। তিনি আরো বলেন, জেলা মৎস্য কর্মকর্তা অভিযানকে আরো জোরদার করার নির্দেশনা দিয়েছেন। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়