ভারত মিয়ানমার থাইল্যান্ড : কানেক্টিভিটি প্রকল্পে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ

আগের সংবাদ

শুভ জন্মদিন পিতা

পরের সংবাদ

মেট্রোরেলের আরো দুই স্টেশন চালু

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ১৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর-১১ স্টেশন চালু হয়েছে। গতকাল বুধবার সকালে স্টেশন দুটি চালু হয়। এই দুটি স্টেশন চালু হওয়ার পর এখন পর্যন্ত মেট্রোরেলের নয়টি স্টেশনের মধ্যে ৭টি স্টেশন চালু হলো। এদিকে চলতি মাসের শেষের দিকে উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়ায় স্টেশন দুটিও চালু হবে বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। কাজ শেষে সেগুলো যাত্রীদের জন্য খুলে দেয়া হবে বলে জানানো হয়েছে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক জানিয়েছেন, নতুন এই দুই স্টেশন চালুর হওয়ায় যাত্রীদের আরো বেশি সুবিধা হবে। আগের চেয়ে অনেক বেশি পরিমাণ যাত্রী মেট্রোরেলে অল্প সময়ের মধ্যে নিজ নিজ গন্তব্যে যাতায়াত করতে পারবে। চলতি মাসের মধ্যেই বাকি দুটি স্টেশন খুলে দেয়ার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। আগামী জুলাই মাসে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত মেট্রোরেল চালানোর প্রস্তুতিও নেয়া হচ্ছে।
এদিকে নতুন দুই স্টেশনে যাতায়াতের জন্য ভাড়াও নির্ধারণ করা হয়েছে। উত্তরা উত্তর স্টেশন থেকে মিরপুর-১১ স্টেশনের ভাড়া ৩০ টাকা এবং কাজীপাড়া স্টেশনের ভাড়া ৪০ টাকা। অন্যদিকে আগারগাঁও থেকে কাজীপাড়া স্টেশনের ভাড়া ২০ টাকা এবং মিরপুর-১১ স্টেশনের ভাড়া ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়