চলতি সপ্তাহে ঝড় বৃষ্টির সম্ভাবনা

আগের সংবাদ

গ্রীষ্মে বিদ্যুৎ ঘাটতির আশঙ্কা : সেচের জন্য নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা হবে > ঘাটতি থাকবে ৩ হাজার মেগাওয়াট

পরের সংবাদ

ল²ীপুর : জাল টাকার ২ নোট রাখার দায়ে যুবকের ১৪ বছরের জেল

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ১৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, ল²ীপুর : ল²ীপুরে বিক্রির উদ্দেশে এক হাজার টাকার দুটি জাল নোট রাখার দায়ে খোকন (২৮) নামের এক যুবককে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রহিবুল ইসলাম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত খোকন গাজীপুরের টঙ্গী থানার আউচপাড়া গ্রামের আজহার উদ্দিনের ছেলে। ল²ীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জাল নোটগুলো আসামি বিক্রির উদ্দেশে রেখেছিলেন। তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হয়েছে। তবে রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। তিনি জামিন নিয়ে পলাতক রয়েছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০২১ সালের ১০ অক্টোবর ল²ীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের বটতলি এলাকায় এক হাজার টাকার দুটি জাল নোটসহ স্থানীয়রা খোকনকে আটক করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ তাকে আটক করে। এ সময় তার কাছে থাকা দুটি এক হাজার টাকার জাল নোট জব্দ করা হয়। থানায় নোটগুলো জাল টাকা শনাক্তকরণ মেশিনে পরীক্ষা করে সত্যতা পাওয়া যায়। আসামি নোট দুটি বিক্রির উদ্দেশে নিজের কাছে রেখেছিলেন বলে জানান। এ ঘটনায় চন্দ্রগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আবদুল হান্নান বাদী হয়ে মামলা করেন। ২০২২ সালের ২০ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার আদালত এ রায় দেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়