মাদ্রাসা কর্মচারীর কাণ্ড : জাতীয় পরিচয়পত্র ও এমপিওতে ভিন্ন তারিখ!

আগের সংবাদ

যে কারণে দলে নেই মাহমুদউল্লাহ

পরের সংবাদ

শিবগঞ্জে দেবরের লাঠির আঘাতে ভাবির মৃত্যু

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ১৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : শিবগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দেবরের লাঠির আঘাতে ভাবির মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার কিচক ইউনিয়নের তাল পুকুর সোনারপাড়া গ্রামের মাদ্রাসা শিক্ষক আমজাদ হোসেন ও তার ছোট ভাই আফজাল হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। গত শনিবার বিকাল ৫টার দিকে আমজাদ হোসেনের স্ত্রী আশরাফুন (৪৮) বাড়ির পাশে গাছে পানি দেয়ার সময় দেবরের বাড়ির ভিতরে কিছু পানি প্রবেশ করে। এতে ক্ষিপ্ত হয়ে দেবর আফজাল হোসেন লাঠি দিয়ে মাথায় আঘাত করলে আশরাফুন মাটিতে লুটিয়ে পড়েন। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে বগুড়া শজিমিকে ভর্তি করেন। সেখানে রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। শিবগঞ্জ থানার ওসি মন্জুরুল আলম বলেন, এ ঘটনায় থানায় হত্যা মামলা নেয়া হয়েছে। আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ তৎপর রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়