মাদ্রাসা কর্মচারীর কাণ্ড : জাতীয় পরিচয়পত্র ও এমপিওতে ভিন্ন তারিখ!

আগের সংবাদ

যে কারণে দলে নেই মাহমুদউল্লাহ

পরের সংবাদ

মাদকাসক্তের হামলায় দুই কলেজছাত্রী আহত : একজন হাসপাতালে ভর্তি

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ১৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি : কুমারখালীতে দুই কলেজছাত্রীর উপর হামলা চালিয়েছেন এক মাদকাসক্ত। এতে আহত হয়ে একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। অপর ছাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। গতকাল রবিবার সকালে উপজেলার শিলাইদহ ইউনিয়নের মাজগ্রাম জোরালপুর এলাকায় এ ঘটনা ঘটে।
হাসপাতালে ভর্তি শরিফা আক্তার শোভা (১৮) ওই এলাকার কৃষক শরিফুল ইসলামের মেয়ে এবং আহত অপর ছাত্রী শেফালি খাতুন (১৮) বজলুর রহমানের মেয়ে। তারা শিলাইদহ রবীন্দ্রনাথ ঠাকুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। হামলাকারী আশিক শেখ (২৫) একই এলাকার সলেমান শেখ ওরফে সলের ছেলে।
জানা যায়, গতকাল সকাল সাড়ে ৮টার দিকে শোভা ও শেফালীসহ ৮-১০ জন ছাত্রী কোচিং সেন্টারে পড়তে যাচ্ছিলেন। এ সময় আশিক দেশীয় অস্ত্র (সোল) নিয়ে তাদের থেকে তাড়া করেন। তাড়া খেয়ে ছাত্রীরা দৌড়ে পালানোর চেষ্টা করেন। দৌড়ানো অবস্থায় শোভার মাথায় কোপ দেন ওই হামলাকারী। হাত দিয়ে ঠেকাতে গেলে শোভার ডান হাতের কয়েকটি আঙ্গুল কেটে যায়। আহত শোভাকে উদ্ধার করতে গেলে শেফালীকেও সোলের পিছনের পাশ দিয়ে আঘাত করেন আশিক। এতে তিনি নীলাফোলা জখম হন।
স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শোভার ডান হাতের আঙ্গুলে সাতটি সেলাই দিয়ে ভর্তি রেখেছেন। শেফালীকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়। শোভার বাবা শরিফুল ইসলাম থানায় মামলা করবেন বলে জানান।
ঘটনার পর থেকেই ওই বখাটে পালিয়েছে। তার বাবা সলেমান বলেন, তার ছেলে মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন। দুর্ঘটনাবশত ঘটে গেছে।
কুমারখালী থানার ওসি মোহসীন হোসাইন বলেন, বিট অফিসার কাজ করছেন বিষয়টি নিয়ে।
অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে ওসি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়