পার্বত্য শান্তি চুক্তি পর্যায়ক্রমে বাস্তবায়নের অঙ্গীকার

আগের সংবাদ

‘বাংলাদেশ বিজনেস সামিট’ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী : সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়তে বিদেশিদের বিনিয়োগের আহ্বান

পরের সংবাদ

ঘাটাইলে মরদেহ নিয়ে সড়ক অবরোধ

প্রকাশিত: মার্চ ১১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ১১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি : ঘাটাইলের ধলাপাড়া ইউনিয়নে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ী কহিনূর মিয়া (৪৫) হত্যাকাণ্ডে জড়িত সামি চৌধুরীকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মরদেহ নিয়ে সড়ক অবরোধ করেছেন নিহতের স্বজনসহ এলাকাবাসী।
গত বৃহস্পতিবার বিকালে টাঙ্গাইলের ধলাপাড়া-ঘাটাইল সড়কে গাঞ্জানা ব্রিজ মোড় এলাকায় অবস্থান নেন তারা। স্থানীয় শত শত লোক সড়কে অবস্থানের পর আসামি গ্রেপ্তারের আশ্বাস দিয়ে সড়ক অবরোধ তুলে নেয়ার অনুরোধ করে প্রশাসন।
জমিসংক্রান্ত বিরোধের জেরে ব্যবসায়ী কহিনূর মিয়াকে পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ করেছে পরিবার। গত বুধবার সন্ধ্যায় উপজেলার উত্তর ধলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই গ্রামের মৃত আব্দুল বাছেদের ছেলে।
ঘটনার পর ওইদিন রাতে নিহতের ছেলে জুয়েল রানা বাদী হয়ে একই এলাকার খসরু চৌধুরীর ছেলে সামি চৌধুরীসহ অজ্ঞাত ৩-৪ জনকে আসামি করে ঘাটাইল থানায় হত্যা মামলা দায়ের করেন।
ঘাটাইল থানার ওসি আজহারুল ইসলাম সরকার খুনের ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তার করা হবে বলে আশ্বাস দেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়