কাতার নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী : প্রবাসে অপরাধে জড়ালে দায় নেবে না সরকার, দালালের মাধ্যমে কেউ বিদেশমুখী হবেন না

আগের সংবাদ

বিপর্যয় সামালের সক্ষমতা কম : ইঞ্জিনিয়ার ও প্যারামেডিকেল টিম নেই, প্রয়োজন উন্নত প্রশিক্ষণ ও সরঞ্জাম

পরের সংবাদ

ডিসি সাইফুল ইসলাম : বগুড়াবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই

প্রকাশিত: মার্চ ১০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ১০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলা প্রশাসক (ডিসি) সাইফুল ইসলাম বলেছেন, আমরা সরকারের কর্মচারী, তাই আমি জেলা প্রশাসক নয়, বগুড়াবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই। সব পেশার মানুষের সেবার জন্য আমার দরজা সব সময় খোলা রয়েছে।
গতকাল বৃহস্পতিবার বগুড়ার গাবতলী উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন পেশার মানুষের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
বগুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আফতাবুজ্জামান-আল-ইমরানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম সরকার পিন্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা, রেকসেনা আকতার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, থানার ওসি সনাতন চন্দ্র সরকার প্রমুখ।
মতবিনিময় সভার আগে এবং পরে জেলা প্রশাসক সাইফুল ইসলাম গাবতলীর বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়