চীন-বাংলাদেশ কালচার এন্ড আর্ট নাইট

আগের সংবাদ

কাতারের উদ্যোক্তাদের প্রতি প্রধানমন্ত্রী : জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান

পরের সংবাদ

মহম্মদপুরে মানববন্ধন ও বিক্ষোভ : যুবলীগ কর্মী রাজুর মুক্তি ও মামলা প্রত্যাহার দাবি

প্রকাশিত: মার্চ ৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মহম্মদপুরে যুবলীগ কর্মী তানভীর রহমান রাজুর মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। পরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মরকলিপি দেয়া হয়েছে। গতকাল রবিবার সকালে স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুুষ্ঠিত হয়। স্থানীয় মহিলা আওয়ামী লীগের উদ্যোগে দুই সহ¯্রাধীক বিক্ষুব্ধ নারী-পুরুষ প্রায় আধা ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ঈদুল শেখ, বালিদিয়া ইউপির চেয়ারম্যান মফিজুর রহমান মিনা, উপজেলা মহিলা যুবলীগের আহ্বায়ক শারমীন আক্তার রুপালী, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আল ইমরান। এর আগে ডাকবাংলো এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। স্মারকলিপিতে বলা হয়েছে- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক মোছা: বেবী নাজনীন গত ২ মার্চ রাতে যুবলীগ কর্মী তানভীর রজমান রাজুর নামে হয়রানিমূলক মিথ্যা মামলা করেন। ওইদিন রাতেই পুলিশ রাজুকে আটক করে এবং শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠায়। গত বছরের ২৫ আগস্ট জাতীয় শোক দিবস এবং গত ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে মহিলা ভাইস চেয়ারম্যানের হাস্যোজ্জ্বল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন রাজু, যা ভাইরাল হয়। এছাড়া তিনি বিধি লঙ্ঘন করে এসএসসি পরীক্ষার হলে প্রবেশ করেন যা বিভিন্ন মিডিয়ায় উঠে আসলে ব্যাপক সমালোচনা শুরু হয়। তার বিতর্কিত কর্মকাণ্ডের বিষয়গুলো বিভিন্ন সময়ে তানভীর রহমান রাজু তার ফেসবুক আইডিতে তুলে ধরায় বেবী নাজনীন হয়রানিমূলক মামলা করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়