সাভারে সাংবাদিকের গাড়িতে দুর্বৃত্তদের হানা

আগের সংবাদ

তিন কলেজের শিক্ষার্থীর সংঘর্ষ সায়েন্স ল্যাবে : ঢাকা কলেজ বন্ধ ঘোষণা

পরের সংবাদ

হাতিয়ায় পর্যটন কেন্দ্রে ধর্ষণচেষ্টার আসামি গ্রেপ্তার

প্রকাশিত: মার্চ ৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়ায় পর্যটন কেন্দ্রে তিন যুবতীকে ধর্ষণের চেষ্টা ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ মিন্টু (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার দুপুরে সহাকরী পুলিশ সুপার (হাতিয়া সার্কেল) মো. আমান উল্যাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, থানায় মামলা হওয়ার পর তাৎক্ষণিকভাবে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়। বাকি আসামিদেরও গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মিন্টু উপজেলার নিমতলী এলাকার বেলাল মাঝির ছেলে।
গত বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার নিমতলী পর্যটন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গত শুক্রবার রাতে ভুক্তভোগী নাছিমা আক্তার রুপা (২৮) বাদী হাতিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে চারজনকে আসামি করে মামলা দায়ের করেন।
ভুক্তভোগী নাছিমা আক্তার রুপা অভিযোগ করে বলেন, গত বৃহস্পতিবার দুপুরে তারা তিন বোন হাতিয়া উপজেলার ওছখালী থেকে নিমতলী পর্যটন এলাকায় ঘুরতে যান। নিমতলী সৈকত ঘুরে দেখার সময় অপরিচিত চার যুবক তাদের উত্ত্যক্ত করতে শুরু করে।

একপর্যায়ে তাদের ধর্ষণের চেষ্টা করে পরনের শাড়ি, ব্লাউজ ছিড়ে ফেলে। ওই সময় তাদের চিৎকারে স্থানীয় লোকজন জড়ো হয়। পরে স্থানীয় লোকজনের সামনে বখাটেরা প্রকাশ্যে আমাদের গলার, কানের স্বর্ণের চেইন, কানের ফুল, ব্যাগে থাকা ২১ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
রুপা অভিযোগ করে আরো বলেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করলে হাতিয়া থানার ওসি আমির হোসেন প্রথমে এ ঘটনাকে মিথ্যা দাবি করে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন। তারপর আমাকে মুঠোফোনে কল করেও বিশ্রি গালিগালাজ করেন। কিন্ত ঘটনার সময় স্থানীয়রা ভিডিও করে ফেসবুকে ছেড়ে দেওয়ায় ওসি মামলা নিতে বাধ্য হন।
এ বিষয়ে জানতে একাধিকবার হাতিয়া থানার ওসি আমির হোসেনের মুঠোফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়