শালুক আন্তর্জাতিক সাহিত্য সম্মিলন ১০ মার্চ

আগের সংবাদ

ই-টিকেটের নামে ‘ফাঁকিবাজি’ : টিকেট দিতে অনীহা কন্ট্রাকটরের, টিকেটের বিষয়ে যাত্রীরাও উদাসীন, মনিটরিং ব্যবস্থা অপ্রতুল

পরের সংবাদ

কিংস অ্যারেনা বদলে যাচ্ছে

প্রকাশিত: মার্চ ২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : বাংলাদেশে প্রিমিয়ার লিগ ফুটবলের প্রথম লেগের খেলা শেষ হয়েছে দিনের আলোতে। এপ্রিলের প্রথম সপ্তাহে শুরু হবে দ্বিতীয় লেগের খেলা। তবে এবার ফ্লাডলাইটের আলোয় হতে পারে খেলা। তাই এর আগেই বসুন্ধরা কিংস অ্যারেনায় ফ্লাডলাইট স্থাপন করা হবে। এর আগে আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেটের কর্মকর্তারা ঘুরে দেখেছেন দেশের ক্লাবগুলো। তারা মুগ্ধ হয়েছেন কিংস অ্যারেনা স্টেডিয়াম দেখে।
ডেসকো থেকে ২০২০ সালে ফ্লাডলাইট স্থাপনের অনুমতি পেয়েছিল কিংস। তবে করোনা মহামারির কারণে সেই কাজ পিছিয়ে যায়। ফ্লাডলাইট স্থাপনের কাজ শুরু হবে আগামী রোববার। বসুন্ধরা গ্রুপের ইলেকট্রনিক বিভাগের বি সেক্টরের প্রধান প্রকৌশলী লক্ষণ কুমার দে বলেন, ‘আমাদের ফ্লাডলাইট ২৫০০ লাক্স সম্পন্ন হবে। ফুটবল স্টেডিয়ামের পাশাপাশি এতে পুরো কমপ্লেক্সই আলোকিত হবে। ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলে যেমন লাইট শো হয় আমাদের এখানেও ফুটবলের হাফ টাইমে সেটা সম্ভব’।
হ্যাটট্রিক লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস দেশের একমাত্র ফুটবল ক্লাব যাদের নিজস্ব ভেন্যু ও কমপ্লেক্স আছে। ফ্লাডলাইট স্থাপনের মাধ্যমে নিজেদের আরেক ধাপ উচ্চতায় নিয়ে যাবে ক্লাবটি। আগামী মৌসুম থেকে ক্লাবের আন্তর্জাতিক ম্যাচ কিংস অ্যারেনায় খেলার পরিকল্পনা রয়েছে। ক্লাবের সভাপতি ইমরুল হাসান বলেন, ‘এ বছর হয়তো আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারব না তবে আগামী বছরের মধ্যে সবকিছু সম্পূর্ণ হবে। তখন অবশ্যই আমরা এখানে আন্তর্জাতিক ম্যাচ খেলব।’
এর আগে গত মঙ্গলবার কিংস অ্যারোনা পরিদর্শন করেন রিভার প্লেটের আন্তর্জাতিক ফুটবল কমিটির চেয়ারম্যান সেবাস্তিয়ান পেরেজ এসকোবার এবং জাতীয় ও আন্তর্জাতিক ফুটবল স্কুল বিভাগের উপদেষ্টা গঞ্জালো লামাস। কিংস অ্যারেনা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণাধীন থাকলেও ফুটবল মাঠ, গ্যালারি ও ড্রেসিং রুম ব্যবহার উপযোগী। পরিদর্শন শেষে সেবাস্তিয়ান পেরেজ এসকোবার বলেন, ‘বেশ সুন্দর লেগেছে কিংস অ্যারেনা। আর্জেন্টিনার মতোই। আমাদের রিভার প্লেটের গ্যালারি অবশ্য অনেক বড়। যেখান ৮৪ হাজার দর্শক খেলা দেখতে পারে। সুইমিংপুল, বাস্কেটবলসহ অনেক স্থাপনা রয়েছে। কিংসের নির্মাণ কাজ শেষ হলে আরো সুন্দর লাগবে। আমি অনেক দেশেই গিয়েছি, কিন্তু অনেক ক্লাবেই এরকম সুযোগ সুবিধা দেখিনি।’
রিভার প্লেট বাংলাদেশের ক্লাব ফুটবলকে আরো উন্নত করতে চায় তাদের অভিজ্ঞতা বণ্টন করে। এসকোবার বলেন, ‘তরুণ খেলোয়াড়দের গড়ে তোলার বিষয়ে আমাদের অনেক অভিজ্ঞতা রয়েছে। আমরা তরুণ ফুটবলারদের শেখাই কীভাবে ফুটবল খেলতে হয় এবং অন্য বিষয়েও তাদের ধারণা দেই।
আমরা এখানে আমাদের অভিজ্ঞতা কাজে লাগাতে পারব।’
বসুন্ধরা কিংসের সঙ্গে কোনো প্রীতি ম্যাচ খেলা হবে কিনা জানতে চাইলে গঞ্জালো লামাস বলেন, ‘এখানে আর্জেন্টিনার অনেক ভক্ত আছেন। আর্জেন্টিনার প্রতি তাদের ভালোবাসার সম্পর্কে আমরা অবগত। অবশ্যই আমরা এখানে খেলতে চাই। তবে এখন আমরা এসেছি দুই দেশের মধ্যে সম্পর্ক স্থাপন করার জন্য। প্রথমে আমরা এটা নিয়েই ভাবছি। অবশ্যই আমরা কিংস এবং রিভার প্লেটের মধ্যে অনেক ম্যাচ খেলব। কিন্তু তার আগে অনেক কিছু করার আছে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়