মহাখালীতে অভিযান : তিন রেস্টুরেন্টকে তিন লাখ টাকা জরিমানা

আগের সংবাদ

শ্রমবাজারে সম্ভাবনার হাতছানি : সৌদি আরব ও মালয়েশিয়ায় সংকট দেখা দিলেও ইউরোপে সম্ভাবনার হাতছানি

পরের সংবাদ

চলন্ত ট্রেনে সেলফি তুলতে গিয়ে নিহত কলেজছাত্র

প্রকাশিত: মার্চ ১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

দিনাজপুর ও চিরিরবন্দর প্রতিনিধি : ঢাকা থেকে বাড়ি ফেরার সময় চলন্ত ট্রেনে সেলফি তুলতে গিয়ে মারুফ (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে দিনাজপুরের চিরিরবন্দর রেলস্টেশনে এ ঘটনা ঘটে। নিহত মারুফ চিরিরবন্দর উপজেলার বড় বাউল গ্রামের আনিছুর রহমানের ছেলে। তিনি দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। স্থানীয়রা জানান, মারুফ ও তার বন্ধুরা মিলে ঢাকায় সাইকেল প্রতিযোগিতায় অংশ নেন। সেই প্রতিযোগিতায় দ্বিতীয় হন তিনি। মঙ্গলবার সকালে বাড়ি ফেরার সময় চিরিরবন্দর রেলস্টেশনের পশ্চিম পাশে সেলফি তোলার সময় সিগন্যাল বারে মাথায় আঘাত লেগে চলন্ত ট্রেন থেকে পড়ে যান মারুফ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রশিদ জানান, এ ঘটনায় আইনি প্রক্রিয়া গ্রহণের জন্য সংশ্লিষ্ট জিআরপি পুলিশে খবর দেয়া হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়