জাতীয় প্রেস ক্লাবের কর্মশালা : শিশুদের আবৃত্তি শিক্ষায় মাতৃভাষাকে ভালোবাসার আহ্বান

আগের সংবাদ

সরেনি একটি কেমিক্যাল কারখানাও : অন্য ব্যবসার আড়ালে চলছে রমরমা বাণিজ্য > বেশি ঝুঁকিপূর্ণ ৫০৮টি কেমিক্যাল কারখানা

পরের সংবাদ

বুলগারির ঘড়ির দাম ১১ লাখ

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বর্তমানে কে-পপ ধারায় মেয়েদের দলগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ব্ল্যাকপিঙ্ক। এই গ্রুপেরই অন্যতম সদস্য থাই র?্যাপার, সঙ্গীতশিল্পী ও নৃত্যশিল্পী লালিসা মানোবা, যিনি লিসা নামে পরিচিত। ২০২১ সালে নিজের সোলো ডেব্যু হওয়ার পর জনপ্রিয়তার দৌড়ে অনেক কে-পপশিল্পীদের ছাড়িয়ে গিয়েছেন। তাই ব্ল্যাকপিঙ্কের বাইরেও এই পঁচিশ বছর বয়সী শিল্পীর রয়েছে আলাদা ভক্তকুল। জনপ্রিয় এই কে-পপ আইকন এবার ডিজাইনার হিসেবে আত্মপ্রকাশ করলেন। লিসা বিখ্যাত ইতালিয়ান লাক্সারি জুয়েলারি ও এক্সেসরিজ ব্র্যান্ড বুলগারির জন্য ডিজাইন করেছেন চোখধাঁধানো ঘড়ি। ঘড়িতে আছে স্টেইনলেস স্টিলের ব্যান্ড ও আঠারো ক্যারেটের রোজ গোল্ড বেজেল। বেজেলের ওপর দুবার করে লেখা হয়েছে বুলগারির সিগনেচার লোগো। এর পেছনের কেসে খোদাই করা হয়েছে লিসার প্রিয় ফুল এডেলভাইস ও তার নামের আদ্যক্ষর ইংরেজি বড় অক্ষরের ‘এল’। বিশেষ ঘড়িটি বানানো হয়েছে মাত্র এক হাজারটি। ২৩ মিলিমিটার ও ৩৩ মিলিমিটার ডায়ামিটারের ঘড়ির দাম নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ১০ লাখ এবং ১১ লাখ টাকার বেশি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়