আত্মসমর্পণ করে জামিন পেলেন ইরফান সেলিম

আগের সংবাদ

পদযাত্রা-সমাবেশ ঘিরে সংঘাত : আ.লীগ-বিএনপি নেতারা ছিলেন স্ব স্ব জেলার কর্মসূচিতে > আহত শতাধিক, গাড়ি ভাঙচুর

পরের সংবাদ

ঘোড়ামারা গ্রামের নটমণ্ডপে ‘রিমান্ড’

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা থেকে ৮ কিলোমিটার দূরে ঘোড়ামারা গ্রাম। ভানুগাছ রেলস্টেশন থেকে আদমপুর সড়কে সিএনজিতে পথ চলতে চলতে হঠাৎ ডান দিকে তাকালে চোখে পড়বে ছোট্ট সড়ক। এই পথ দিয়ে মিনিট পাঁচেক হেঁটে গেলেই দেখা মিলবে অদ্ভুত সুন্দর একটি মিলনায়তন। এই মিলনায়তনটিই মণিপুরি থিয়েটারের স্টুডিও ‘নটমণ্ডপ’। আর এই মিলনায়তনেই এবার বসেছে বাকের ভাইখ্যাত অভিনেতা আসাদুজ্জামান নূরের ‘রিমান্ড’। একজন লেখককে পুলিশ কর্মকর্তার অবিরাম জেরার মধ্য দিয়ে মঞ্চ নাটক ‘রিমান্ড’ তার গল্পকে এগিয়ে নিয়ে যায়। আর রিমান্ডের এই কাহিনী মঞ্চস্থ হয়েছে এবার মৌলভীবাজার জেলার কমলগঞ্জের ঘোড়ামারা গ্রামের মণিপুরি থিয়েটারের নটমণ্ডপে। গতকাল শুক্রবার সন্ধ্যায় নাটকটির প্রদর্শনী হয়। মণিপুরি সম্প্রদায়ের পাশাপাশি বাঙালিসহ অন্যান্য জাতিগোষ্ঠীর দর্শকও নাটকটি টিকেটের বিনিময়ে উপভোগ করেন। আজ শনিবার সন্ধ্যায়ও একই মিলনায়তনে নাটকটির আরেকটি প্রদর্শনী হবে। রেপার্টরি নাট্যদল ‘হৃৎমঞ্চ’র প্রযোজনায় নাটকটির রচিয়তা শুভাশিস সিনহা, নির্দেশনাও দিয়েছেন তিনি। এতে একজন লেখকের ভূমিকায় দেখা যায় আসাদুজ্জামান নূরকে। যাকে পড়তে হয় এক পুলিশ কর্মকর্তার প্রবল জেরার মুখে। পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যায় জ্যোতি সিনহাকে। অভিনেত্রী জ্যোতি সিনহা বলেন, ‘আসাদুজ্জামান নূরের মতো একজন বড় মাপের অভিনেতার সঙ্গে অভিনয় করতে পারাটা অন্যরকম আনন্দের। তিনি এই বয়সেও যেভাবে মঞ্চে অভিনয় করছেন, সেটা আমাদের জন্য অনুপ্রেরণার।’ নাটকটিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেন কামাল উদ্দীন কবির, সউদ চৌধুরী, শাহনাজ জাহান, আনিসুর রহমান রিমন, বর্ষা, সৌম্য, সজীব হোসেন, শাকিল ও শম্পা। নির্দেশক শুভাশিস সিনহা বলেন, ‘নাটকটির মধ্য দিয়ে এ সময়কেই খুঁজে পাবেন দর্শক। রিমান্ড কক্ষে একজন লেখককে পুলিশের জেরার মধ্য দিয়ে জীবনের অন্য রকম দর্শন উন্মোচিত হয়।’ নেপথ্য কলাকুশলী হিসেবে আছেন মঞ্চ পরিকল্পনায় কামালউদ্দন কবির, আলোক পরিকল্পনায় সুদীপ চক্রবর্তী, সহযোগী- আসলাম অরণ্য, সাইফ মণ্ডল, পোশাক পরিকল্পনায় আইরিন পারভীন লোপা, প্রপসে শাহনাজ, শব্দ ব্যবস্থাপনায় মুক্তনীল। গত ২২ জানুয়ারি ঢাকার জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে আলী যাকের নতুনের উৎসবে নাটকটি প্রথম মঞ্চায়ন হয়। ২০১০ সাল থেকে মণিপুরি থিয়েটার নাট্যচর্চাকে সমুন্নত ও সুশৃঙ্খল করে তোলার লক্ষ্যে দর্শনীর বিনিময়ে নাট্যচর্চার ধারা বজায় রেখেছে। তারই ধারাবাহিকতায় এ নাটকের দুটি প্রদর্শনীও দর্শনীর বিনিময়ে অনুষ্ঠিত হচ্ছে। হৃৎমঞ্চের প্রধান সমন্বয়ক পাভেল রহমান বলেন, ‘মার্চে ঢাকায় নাটকটির প্রদর্শনীর পরিকল্পনা চলছে। সব কিছু চূড়ান্ত হলেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এই নাটকের মাধ্যমে প্রথমবার নাগরিক নাট্য সম্প্রদায়ের বাইরে অন্য কোনো নাট্যদলের প্রযোজনায় অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর।’

:: হেমন্ত প্রাচ্য

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়