আমার বাসায় লাইব্রেরি আছে

আগের সংবাদ

আদানির বিদ্যুৎ বাংলাদেশে আসা নিয়ে কোনো শঙ্কা নেই

পরের সংবাদ

জুতার ব্যবসায় টিফানি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

মার্কিন স্পোর্টসওয়্যার ব্র্যান্ড নাইকি এবং জুয়েলারি ব্র্যান্ড টিফানি অ্যান্ড কোম্পানি এবার জুটি বেঁধেছে। এর মাধ্যমে ইউনিসেক্স স্নিকার্স ও বিলাসবহুল গয়না প্রস্তুতকারক ব্র্যান্ড টিফানি প্রথমবারের মতো ফুটওয়্যারের জগতে প্রবেশ করেছে। তাদের এই একসাথে কাজ করাটা তখনই শুরু হলো যখন নাইকি এই বছরই এয়ার ফোর্স -ওয়ান এর ৪০ তম বার্ষিকী উদযাপন করছে। স¤প্রতি দুই ব্র্যান্ডের সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মজুড়ে প্রকাশিত একটি টিজার বেশ সাড়া ফেলেছে ভক্তদের মধ্যে। টফানির সিগনেচার নীল রঙের বাক্সের ওপর রয়েছে নাইকির অফিশিয়াল লোগো। ছবিটা পোস্ট করে তারা লিখেছে, ‘একটি কিংবদন্তি জুটি’। অফিশিয়াল ওয়েবসাইটে শুধু বাক্সের ছবি পোস্ট করেই জানানো হয়েছে এই খবর। কিন্তু জুতার ছবি প্রকাশিত হয়নি এখনো। তবে স্পোর্টস শু উৎসাহীদের ফাঁস হওয়া ছবিগুলো ইতিমধ্যে ভাইরাল। সেখানে দেখা যায় নাইকির এয়ারফোর্স ওয়ান এসের একজোড়া জুতা। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা দাবি করছেন, নতুন কোলাবরেশনে এয়ারফোর্স ওয়ান এস নতুনভাবে আসবে। ধারনা করা হচ্ছে, নতুন জুতাগুলি একচেটিয়াভাবে নিউইয়র্কে এবং উত্তর আমেরিকা জুড়ে নির্বাচিত খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়