উগ্র মৌলবাদের বিরুদ্ধে গণসংগীত সমন্বয় পরিষদের কর্মসূচি

আগের সংবাদ

গৃহায়ণ ও রাজউকের ১১ উন্নয়ন প্রকল্প উদ্বোধনকালে প্রধানমন্ত্রী : আওয়ামী লীগ সরকারে আছে বলেই দেশের উন্নয়ন হচ্ছে

পরের সংবাদ

মোল্লাহাটে গ্রামীণ খেলা ও পুরস্কার বিতরণ

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৩০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : মোল্লাহাটে গত শনিবার জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূূচি ২০২২-২৩ এর আওতায় অ্যাথলেটিকস, গ্রামীণ খেলাধুলা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। খলিলুর রহমান ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত বৈদ্য, ভাইস চেয়ারম্যান মো. সেলিম রেজা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা ক্রীড়া অফিসার মো. মিজানুর রহমান।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- অফিসার ইনচার্জ সোমেন দাশ, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কামাল হোসেন, অধ্যক্ষ এল জাকির হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম মিজানুর রহমান, ফায়ার সার্ভিস এর সহকারী অফিসার মো. কামরুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার রামপদ বিশ্বাস, ইউপি চেয়ারম্যান এস এম সাইকুল আলম, মনোরঞ্জন পাল, সিকদার উজির আলী, মিজানুর রহমান মোল্লা, শেখ রেজাউল কবির, শেখ রফিকুল ইসলাম ও মো. মনিরুজ্জামান মিয়া, প্রধান শিক্ষক ফরিদ আহম্মেদ, উম্মে হামিমা, এস এম সোহেল রানা মুরাদসহ বিভিন্ন বিদ্যালয়ের সহকারী শিক্ষক, ক্রীড়া শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়