উগ্র মৌলবাদের বিরুদ্ধে গণসংগীত সমন্বয় পরিষদের কর্মসূচি

আগের সংবাদ

গৃহায়ণ ও রাজউকের ১১ উন্নয়ন প্রকল্প উদ্বোধনকালে প্রধানমন্ত্রী : আওয়ামী লীগ সরকারে আছে বলেই দেশের উন্নয়ন হচ্ছে

পরের সংবাদ

নড়াইলের কালিয়া স্কুলছাত্রীকে গণধর্ষণ মামলায় একজন গ্রেপ্তার

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৩০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কালিয়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় স্কুলছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে দল বেঁধে ধর্ষণের মামলায় সুশান্ত বিশ্বাস (১৭) নামে একজনকে গ্রেপ্তার করেছে উপজেলার নড়াগাতি থানা পুলিশ। সুশান্ত উপজেলার বাগুডাঙ্গা গ্রামের নিরেন বিশ্বাসের ছেলে। গত শনিবার রাতে তাকে তার গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রবিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, উপজেলার বাগুডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির এই ছাত্রী গত ২৩ জানুয়ারি স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠানে যোগ দিয়ে বিকালে বাড়ি ফেরার পথে সুশান্তসহ ৪ জন তাকে রাস্তা থেকে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর রাতে তাকে গ্রামের একটি ঝোপের মধ্যে নিয়ে দল বেধে ধর্ষণের পর ২৪ জানুয়ারি ভোরে তার বাড়ির পাশে রেখে পালিয়ে যায়। ঘটনাটি স্থানীয়ভাবে ধামাচাপা দেয়ার চেষ্টার পর গত শনিবার বিকালে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে সুশান্তসহ ৩ জনের নাম উল্লেখ করে ও একজনকে অজ্ঞাত নামা আসামি করে মামলা দায়ের করেন এবং রাতেই পুলিশ অভিযান চালিয়ে সুশান্তকে গ্রেপ্তার করে। রবিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতকে রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে কিনা জানতে চাইলে নড়াগাতি থানার ওসি তদন্ত ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আব্দুল গফুর বিরক্তি বোধ করেন এবং ফোন কেটে দেন।
বাগুডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. মাহফুজা খাতুন ঘটনাটিকে জঘন্য হিসাবে উল্লেখ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। নড়াগাতি থানার ওসি সুকান্ত সাহা বলেছেন, মামলা দায়েরর পর পুলিশ অভিযান চালিয়ে এজাহার নামীয় একজনকে গ্রেপ্তার করেছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়