উগ্র মৌলবাদের বিরুদ্ধে গণসংগীত সমন্বয় পরিষদের কর্মসূচি

আগের সংবাদ

গৃহায়ণ ও রাজউকের ১১ উন্নয়ন প্রকল্প উদ্বোধনকালে প্রধানমন্ত্রী : আওয়ামী লীগ সরকারে আছে বলেই দেশের উন্নয়ন হচ্ছে

পরের সংবাদ

টাইগারদের দায়িত্বে না ফেরার গুঞ্জন হাথুরুসিংহের

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৩০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : চুক্তি শেষ হওয়ার পর পুনরায় চুক্তি নবায়ন করেছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক কোচ রাসেল ডমিঙ্গো। গত বছরের ডিসেম্বরে বাংলাদেশ-ভারত সিরিজের পর তিনি ই-মেইলের মাধ্যমে নিজের পদত্যাগের কথা জানিয়ে দেন। তারপর থেকেই খালি আছে বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচের পদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আশ্বস্ত করা হয়েছিল বাংলাদেশে ইংল্যান্ডের সফরের আগেই প্রধান কোচের পদটি পূর্ণ করা হবে। এরপর থেকেই সাকিবদের দায়িত্ব কে নেবেন তা নিয়ে নানা গুঞ্জন চলছিল। সর্বোচ্চ সম্ভাবনাময় নাম ছিল সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহের। তবে আবার গুঞ্জন উঠেছে বিসিবির প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছেন এ লঙ্কান কোচ।
নির্দিষ্ট কোনো তথ্য জানা না গেলেও শোনা যাচ্ছিল আগামী মাসের মাঝামাঝি সময়ে ঢাকায় পা রাখবেন হাথুরু। এসেই বিসিবির সঙ্গে চুক্তি স্বাক্ষর করবেন। কিন্তু এবার গুঞ্জন শোনা যাচ্ছে এ কোচ অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস ক্রিকেট একাডেমির কোচের চাকরিতেই থেকে যাচ্ছেন। কর্তৃপক্ষ তাকে পদোন্নতিও দিয়েছে বলে শোনা যাচ্ছে। বাংলাদেশে চলা গুঞ্জনের সময়ে তিনি তার বর্তমান কর্মস্থলে কথা বলার সুযোগ করে নিয়েছেন। এর আগে এ লঙ্কান কোচ ২০১৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলের কোচের দায়িত্ব পালন করেছেন। ক্রিকেটারদের দাবির মুখে তিনি তার পদ থেকে সরে যেতে বাধ্য হয়েছিলেন। তবে তিনিই ছিলেন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল কোচ। তাই তাকে পুনরায় এ পদে আনতে সবার সর্বোচ্চ আগ্রহ রয়েছে। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার আকরাম খান তার সম্পর্কে বলেছিলেন, ‘হাথুরুকে আমি খুব কাছ থেকে দেখেছি। সে আবার আমাদের কালচারের। সে কিন্তু প্রত্যেক সময় গিয়ে গিয়ে আমাদের মনে করিয়ে দেয়, তার কী দরকার বা কী করতে হবে। হাথুরুর যে জিনিসটা আমার সবচেয়ে ভালো লেগেছিল সেটা হচ্ছে, সবকিছুর সঙ্গে সে যেভাবে ইনভলভমেন্ট গড়ে তোলে। খেলোয়াড়দের থেকে কীভাবে পারফরম্যান্সটা বের করতে হবে, সে দায়িত্বটা দিত এবং সফল হলে জিজ্ঞেস করত, আর না হলেও। এটা আমার কাছে ভালো লেগেছিল।’
এর আগে হাথুরুসিংহে কোচের দায়িত্বে ফেরার ব্যাপক গুঞ্জনের সময় বিসিবির ক্রিকেট অপারেশনস প্রধান জালাল ইউনুস বলেছিলেন, ‘হাথুরুসিংহের কথা আমি বলতে পারছি না। যেটা আমি জানি, আমরা হেড কোচের জন্য চেষ্টা করছি। আমি কোনো নির্দিষ্ট নাম বলতে পারছি না। আমাদের সামনে ইংল্যান্ড সিরিজ আছে, তার আগেই আমরা চেষ্টা করব একজন হেড কোচ নিয়োগ দেয়ার। আগামী মাসে এখানে কয়েকজন কোচ পদপ্রার্থী আসবেন, তাদের সঙ্গে আলাপ আলোচনার পরেই আমরা বলতে পারব, কে কোন ফরম্যাটে কোচ থাকবেন।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়